রজার ফেডেরার। ফাইল ছবি
দুরন্ত গতির সার্ভিস এবং দুর্দান্ত ব্যাকহ্যান্ডের জন্য তিনি টেনিসবিশ্বে ‘ফেড এক্সপ্রেস’ নামে পরিচিত। এ বার একই নামে ট্রামও বেরিয়ে গেল তাঁর দেশে। রজার ফেডেরারের নাম অনুসারে বাসেলে নতুন ট্রামের উদ্বোধন করা হয়েছে, যার নাম ‘ফেডেরার এক্সপ্রেস’। সেই ট্রামের সামনে দাঁড়িয়ে ছবিও দিয়েছেন সুইৎজারল্যান্ডের টেনিস-তারকা।
নিজের নাম লেখা ট্রামের সামনে দাঁড়িয়ে থাকার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ফেডেরার। সঙ্গে লিখেছেন, ‘মনে হচ্ছে এখনই চড়ে বসি। এই সম্মানের জন্য অনেক ধন্যবাদ। রোজ ৮ নম্বর ট্রাম ধরে একসময় অনুশীলনে যেতাম। মনে হচ্ছে যেন সেটা গতকালের ব্যাপার’।
টেনিস কোর্টে শেষ বার ফেডেরারকে দেখা গিয়েছে উইম্বলডনে। কোয়ার্টার ফাইনালে পোলান্ডের হুবার্ট হুরকাজের কাছে হেরে গিয়েছিলেন তিনি। এরপর টোকিয়া অলিম্পিক্স এবং ইউএস ওপেন থেকে নাম তুলে নেন। জানিয়েছিলেন, ঘাসের কোর্টে খেলার সময়েই ফের হাঁটুতে চোট পেয়েছিলেন। ফলে বাধ্য হয়েই অলিম্পিক্স থেকে নাম তুলে নিতে হয়েছে। এরপর অগস্টে ফেডেরার জানান, চলতি বছরে আর তাঁকে খেলতে দেখা যাবে না।