Wrestler's Protest at Jantar Mantar

প্রতিবাদী বিনেশদের পাশে নীরজ থেকে কপিল

শুক্রবার বিনেশদের প্রতিবাদকে সমর্থন জানিয়ে মুখ খুলেছেন টোকিয়ো অলিম্পিক্সে সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ ০৭:৪৪
Share:

প্রতিজ্ঞ: প্রতিবাদের ফাঁকেই রাস্তায় অনুশীলনে মগ্ন বিনেশ, সঙ্গীতা এবং সাক্ষী। শুক্রবার সকালে যন্তরমন্তরে। ছবি: পিটিআই।

কপিল দেব থেকে অলিম্পিক্স জ্যাভলিনে সোনা জয়ী নীরজ চোপড়া। সানিয়া মির্জ়া থেকে বিশ্ব বক্সিংয়ে সোনাজয়ী নিখাত জ়ারিন। ভারতীয় ক্রীড়াজগতের তারকা ব্যক্তিত্বরা এ বার প্রকাশ্যে তাঁদের সমর্থন জানিয়ে দিলেন বিনেশ ফোগট, সাক্ষী মালিকদের প্রতি।

Advertisement

পরিস্থিতির চাপে পড়ে জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজ ভুষণ শরন সিংহের বিরুদ্ধে এফআইআর নিতে বাধ্য হয়েছে দিল্লি পুলিশ। এ দিন দিল্লি পুলিশের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে উপস্থিত হয়েছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিংহের বেঞ্চের সামনে উপস্থিত হয়ে তিনি জানান, এফআইআর নেওয়া হবে।

সংবাদ সংস্থা পিটিআইকে ভারতীয় কুস্তিগির বজরং বলেছেন, ‘‘প্রথম পদক্ষেপে জয় হল। তবে আমরা জাতীয় কুস্তি সংস্থার পদ থেকে ব্রিজ ভূষণের অবিলম্বে পদত্যাগ চাই।’’ বিনেশ ফোগট বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করব ওকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য। ওর মতো মানুষের থাকা উচিত হাজতে। দিল্লি পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেও আমাদের নজর থাকবে।’’

Advertisement

এ দিকে, শুক্রবার বিনেশদের প্রতিবাদকে সমর্থন জানিয়ে মুখ খুলেছেন টোকিয়ো অলিম্পিক্সে সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘এটা খুবই স্পর্শকাতর বিষয়। নমনীয়তা এবং কোনও রকম পক্ষপাতদুষ্ট না হয়ে স্বচ্ছতার সঙ্গে বিষয়টি দেখা উচিত। সংস্থার উচিত, দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করা এবং ন্যায়বিচার নিশ্চিত করা।’’ তিনি আরও লিখেছেন, ‘‘ন্যায় বিচারের জন্য অ্যাথলিটদের রাস্তায় নামতে হচ্ছে, এটা খুবই যন্ত্রণাদায়ক। দেশকে গর্বিত করতে ওরা কঠোর পরিশ্রম করে আসছে। বিশ্ব মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করছে। দেশের প্রত্যেকের উচিত ওদের পাশে দাঁড়ানো। এটা আমাদের কর্তব্য। এর সঙ্গে প্রতিটা অ্যাথলিটের সম্মান জড়িয়ে। যা হয়েছে, তা কোনও অ্যাথলিটের সঙ্গে হওয়া কাম্য নয়।’

কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব নিখাঞ্জ সমাজমাধ্যমে রাস্তায় বসে প্রতিবাদ জানানো বিনেশ, সাক্ষীদের ছবি পোস্ট করে কপিল লিখেছেন, ‘‘এরা কি আদৌ কোনও সুবিচার পাবে?’’ বীরেন্দ্র সহবাগের টুইট, ‘‘যারা আন্তর্জাতিক মঞ্চে ভারতের জাতীয় পতাকার মর্যাদা বাড়িয়েছে, তাদের এই অবস্থা কল্পনা করতে পারি না।’’

প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জ়া টুইট করেছেন, ‘‘শুধু ক্রীড়াবিদ হিসাবে নয়, একজন মহিলা হিসাবেও ওদের ধর্না দিতে দেখা কঠিন। ওরা দেশকে সম্মান এনে দিয়েছে। তখন আমরা ওদের সঙ্গে উৎসব করেছি। আপনিও যদি সেটা করে থাকেন, তা হলে এই কঠিন সময়েও ওদের পাশে দাঁড়ানো উচিত। এটা খুবই স্পর্শকাতর বিষয় এবং গুরুতর অভিযোগ। আমি চাই সত্য প্রকাশ্যে আসুক এবং ন্যায়বিচার পাক সবাই।’’

বিশ্ব বক্সিংয়ে সোনা জয়ী মহিলা বক্সার নি‌খাত জ়ারিন টুইট করেছেন, ‘‘আমাদের অলিম্পিক চ্যাম্পিয়নরা রাস্তায় বসে আজ প্রতিবাদ জানাচ্ছেন, এটা দেখে মন ভেঙে গিয়েছে। আইন ঠিক পথে চলে ন্যায্য বিচার করবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement