উচ্ছ্বাস: চেলসির প্রথম গোল করার পরে সতীর্থদের সঙ্গে জিহু। রয়টার্স
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৩-১ হারিয়ে এফএ কাপ ফাইনালে আর্সেনালের মুখোমুখি চেলসি। এ’কদিন দুরন্ত ছন্দে ছিল রেড ডেভিলসই। চেলসিকে তিন বার হারিয়ে রবিবার তারা সেমিফাইনাল খেলতে নামে। কিন্তু ওয়ে গুন্নার সোলসারের দলকে কার্যত একাই দায়িত্ব নিয়ে হারিয়ে দিলেন দাভিদ দা হিয়া। চেলসির প্রথম দু’টি গোল অলিভিয়ের জিহু ও ম্যাসন মাউন্টের। দু’টি গোলই হয় দা হিয়ার অবিশ্বাস্য ভুলে। দ্বিতীয় গোলটার ক্ষেত্রে ম্যাসনের অতি নীরিহ শট ম্যান ইউ গোরক্ষকের হাত গলে জালে জড়িয়ে যায়। চেলসির তৃতীয় গোল হ্যারি ম্যাগুয়েরের আত্মঘাতী। ৮৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেস পেনাল্টিতে একটি গোল শোধ করেন।
প্রথম সেমিফাইনালে শনিবার গত বারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটিকে ২-০ হারিয়ে চমকে দেয় আর্সেনাল। গত বছর গানার্স ম্যানেজার মিকেল আর্তেতা ম্যাঞ্চেস্টার সিটিতে পেপ গুয়ার্দিওলার সহকারী ছিলেন! শুধুই প্রতিআক্রমণের কৌশল কাজে লাগিয়ে আর্তেতা টেক্কা দেন তাঁর ‘গুরু’ গুয়ার্দিওলাকে! দুই অর্ধে দু’টি গোল করেন পিয়ের এমেরিক আবুমেয়ং। আর্সেনাল একদিন আগেই ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে চমকে দিয়েছিল। আর্তেতা বলেছেন, ‘‘ইউরোপের সেরা দুই ক্লাবকে হারানোর সব কৃতিত্ব ফুটবলারদের।’’ পাশাপাশি হতাশ ম্যান সিটির ম্যানেজারের মন্তব্য, ‘‘ম্যাচ নিয়ে একটা কথাই বলার— আমরা ভাল খেলিনি, ওরা খেলেছে।’’
জয়ী টটেনহ্যাম: ইপিএলে রবিবার টটেনহ্যাম ৩-০ গোলে হারিয়ে দিল লেস্টার সিটিকে। প্রথমার্ধেই জোড়া গোল করেন হ্যারি কেন। অন্য গোলটি আত্মঘাতী। এই জয়ে টটেনহ্যাম ছ’নম্বরে উঠে এল।