হকি ইন্ডিয়ার সভাপতির দৌড়ে তিরকে। ছবি: টুইটার।
সৌরভ গঙ্গোপাধ্যায়, কল্যাণ চৌবেদের পথে এ বার দিলীপ তিরকে। ক্রীড়া প্রশাসনে আসতে চলেছেন তিনি। হকি ইন্ডিয়ার সভাপতি নির্বাচনে প্রার্থী হলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। খেলোয়াড়-জীবনে বিশ্বের অন্যতম সেরা ফুল ব্যাক ছিলেন তিরকে। তিনি রাজ্যসভার প্রাক্তন সাংসদও।
রবিবার হকি ইন্ডিয়ার নির্বাচন নিয়ে তিরকে বলেছেন, ‘‘হকি ইন্ডিয়ার সভাপতি পদের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছি। ভারতীয় হকিকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে চাই। হকির উন্নতিই এক মাত্র লক্ষ্য হবে আমার। আশা করি সকলের সহযোগিতা পাব।’’ উল্লেখ্য, আগামী ৯ অক্টোবর হকি ইন্ডিয়ার নির্বাচন।
দেশের বিভিন্ন ক্রীড়া সংস্থার শীর্ষ পদে রয়েছেন প্রাক্তন খেলোয়াড়রা। ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে রয়েছেন সৌরভ। ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হয়েছেন কল্যাণ। ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি হয়েছেন আদিল সুমারিওয়ালা। তিরকে নির্বাচিত হলে ভারতীয় হকির শীর্ষ পদেও আসবেন এক প্রাক্তন খেলোয়াড়।
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এখন ওড়িশা পর্যটন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। ১৯৯৮ সালে বুসান এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের সদস্য তিনি। এ ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে সাফল্যে পেয়েছেন তিনি। দেশের হয়ে মোট ৪১২টি ম্যাচ খেলেছেন তিরকে। ১৫ বছর ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি।