ডেনমার্ককে হারিয়ে এভাবেই উল্লাসে ফেটে পড়েন ইংরেজ সমর্থকরা টুইটার
ইউরো কাপের সেমিফাইনাল দেখতে গিয়ে চরম হেনস্থার শিকার হতে হল ডেনমার্কের সমর্থক এক পরিবারকে। খেলা দেখে বাড়ি ফেরার পথে রাস্তায় বাসের মধ্যে ইংল্যান্ডের কিছু সমর্থক তাঁদের ঘিরে ধরেন বলে অভিযোগ। তাঁদের বাস লক্ষ্য করে চলে গালিগালাজ, অশ্লীল অঙ্গভঙ্গি। মারধরের অভিযোগও উঠেছে এই সমর্থকদের বিরুদ্ধে।
আক্রান্ত ইভা গ্রেনে জানান, ‘‘ম্যাচ শেষ হওয়ার পর আমরা বাড়ি ফিরছিলাম। আমার ৯ বছরের ছেলে হেনরি ও আমার স্বামী ল্যান গ্রেনের সঙ্গে। রাস্তায় কিছু মাতাল ইংরেজ সমর্থক আমাদের বাস ঘিরে ধরে অসভ্যতা করতে থাকে। চিৎকার, অশ্লীল অঙ্গভঙ্গী, বাসের গায়ে জোরে জোরে আঘাত করতে থাকে। ভয়ে আমার ছেলে বাসের ওপরে উঠে যায়। ওরা বাসের মধ্যে ঢোকার চেষ্টা করতে থাকলে চালক দরজা খুলে দেন। এরপর আমার স্বামী ওদের শান্ত করতে এগিয়ে যেতেই আমি ওপরে উঠতে যাই। সেই সময় ল্যানের পেটে ঘুসি চালায় ওরা।’’
এক সহযাত্রী এই ঘটনার প্রতিবাদ করতে গেলে তাঁকেও চড় মারা হয় বলে অভিযোগ করেন ইভা। তিনি বলেন, ‘‘ইংল্যান্ড জিতেছে, তাই নিয়ে ওদের আনন্দ করা উচিত। আমরা সাধারণ একটা পরিবার। আমাদের সঙ্গে এসব করার মানে কী? আমার স্বামী আসলে আমেরিকান। ও বলছিল, ইংল্যান্ড দল যতটা ভাল, ওদের এই সমস্ত সমর্থক ততটাই খারাপ।’’
তবে গত ছয় বছর ধরে ইংল্যান্ডে থাকা এই পরিবার মনে করে না সেই দেশের সকলেই খারাপ। ইভা বলেন, ‘‘ওই রাতের ঘটনা দিয়ে সকলকে বিচার করতে চাই না। সবাই খারাপ, আমি বলব না। আমার প্রতিবেশি, বন্ধুরা দারুণ মানুষ।’’
রবিবারের ফাইনালের আগে ইটালিয়ান সমর্থকদের নিয়ে চিন্তিত তিনি। লন্ডন পুলিশের কাছে ওয়েম্বলির আশেপাশের নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়েছেন ইভা। তিনি বলেন, ‘‘আমি আশা করব স্টেডিয়ামের আশেপাশের নিরাপত্তা আরও বাড়ানো হবে ফাইনালের আগে। যাতে এই ধরনের ঘটনা এড়ানো যায়।’’
এদের ওপরেই আক্রণ করা হয় টুইটার