Copa America 2021

Copa America: ট্রফি নিয়ে ব্রাজিল ছাড়াই এখন একমাত্র লক্ষ্য মেসির

কোপা ফাইনালের আগে কিংবদন্তি তারকার সামনে রয়েছে আরও রেকর্ড ভাঙার হাতছানি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২১ ০৭:৫৩
Share:

লিয়োনেল মেসি। ফাইল চিত্র।

কোপা আমেরিকায় এ বার একের পর এক নজির গড়েছেন লিয়োনেল মেসি। হাভিয়ের মাসচেরানোর নীল-সাদা জার্সিতে সব চেয়ে বেশি ১৪৭টি ম্যাচ খেলার রেকর্ড ভেঙেছেন। প্রথম আর্জেন্টিনীয় হিসেবে ছ’টি কোপায় খেলে ফেলেছেন। তাঁর আগে কোনও একটা প্রতিযোগিতায় আর্জেন্টিনার কেউ অন্যদের দিয়ে এত গোল করাতে পারেননি। মেসি করিয়েছেন পাঁচটি গোল।

Advertisement

কোপা ফাইনালের আগে কিংবদন্তি তারকার সামনে রয়েছে আরও রেকর্ড ভাঙার হাতছানি। দক্ষিণ আমেরিকার ফুটবলারদের মধ্যে তিনি সব চেয়ে বেশি ৩৪টি ম্যাচ খেলার নজির গড়বেন ফাইনালে। এ বারের কোপায় মেসি এখন পর্যন্ত গোল করেছেন ছ’ম্যাচে চারটি। ছ’টি কোপা মিলিয়ে তাঁর মোট গোল ১৩টি। আর চারটি গোল করলে তিনি দক্ষিণ আমেরিকার সেরা প্রতিযোগিতায় সব চেয়ে বেশি গোল করার নজির স্পর্শ করবেন।

মেসি অবশ্য কোনও ব্যক্তিগত মাইল ফলক নিয়ে মাথা ঘামাচ্ছেন না। কোপায় তাঁর একটাই লক্ষ্য এই মুহূর্তে। যে কোনও ভাবে দ‌লকে ব্রাজিলের মাটিতে নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রদের হারিয়ে চ্যাম্পিয়ন করা। না হলে আবার উঠবে সেই অস্বস্তিকর প্রসঙ্গ। অনেকেই বলতে থাকবেন, মেসি এখন পর্যন্ত দেশকে কোনও ট্রফি দিতে পারেননি! তাঁর যাবতীয় সাফল্য বার্সেলোনার জার্সিতেই। মেসিকে তাই বলতে শোনা গেল, ‘‘কোনও ব্যক্তিগত রেকর্ড নয়। আমি একটা জিনিসই চাই। এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement