India

ভারতের প্রতিযোগী লড়লেন নেপালের হয়ে! ইকোয়েস্ট্রিয়ান প্রতিযোগিতা ঘিরে তুমুল গণ্ডগোল

ইকোয়েস্ট্রিয়ান প্রতিযোগিতা নিয়ে জোর লেগে গেল ভারত এবং নেপালের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০২১ ১৮:০৭
Share:

ইকোয়েস্ট্রিয়ান প্রতিযোগিতা নিয়ে তুমুল ঝামেলা। প্রতীকী ছবি

ইকোয়েস্ট্রিয়ান প্রতিযোগিতা নিয়ে জোর লেগে গেল ভারত এবং নেপালের। চার প্রতিযোগীকে নিয়ে ঝামেলা বেঁধেছে, যার এখনও কোনও সমাধানসূত্র বেরোয়নি।

Advertisement

সম্প্রতি ভারতে টেন্ট পেগিং বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব চলছিল। তারপরেই প্রকাশ্যে আসে চার ভারতীয় ইকোয়েস্ট্রিয়ান প্রতিযোগী নেপালের হয়ে অংশ নিয়েছিলেন, যা পুরোপুরি আইনবিরুদ্ধ। আন্তর্জাতিক টেন্ট পেগিং সংস্থার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা আয়োজন করতে গেলে চার বা তার বেশি দলকে অংশ নিতেই হবে। অর্থাৎ, দলের সংখ্যা বাড়ানোর জন্যেই যে ওই চার প্রতিযোগী নেপালের হয়ে লড়েছিলেন, তা পরিষ্কার।

শুক্রবার নেপালের ইকোয়েস্ট্রিয়ান সংস্থার সভাপতি রবি রাজকর্নিকার জানিয়েছেন, তাঁরাই সে দেশের একমাত্র সরকারি ইকোয়েস্ট্রিয়ান সংস্থা এবং টেন্ট পেগিং বিশ্বকাপে তাঁরা কোনও দলই পাঠাননি। ফলে নেপালের অংশগ্রহণ করার প্রশ্নই নেই।

Advertisement

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ভারতের ইকোয়েস্ট্রিয়ান সংস্থা। দোষী অভিযুক্ত হলে ওই চার প্রতিযোগীকে কড়া শাস্তি দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement