EPL

ইপিএলে করোনা হুঁশিয়ারি

শুধু ম্যাচেই নয়, ফুটবলারদের যাবতীয় নিয়ম মানতে হবে অনুশীলনেও। গোলের পরে কেউ কাউকে আলিঙ্গন করতে পারবেন না। জার্সি বদল হবে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ০৩:৫৭
Share:

ছবি: সংগৃহীত।

করোনা বিধি মানা নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে প্রিমিয়ার লিগ কমিটি। ইপিএলের ২০টি ক্লাবকে চিঠি দিয়ে বলে দেওয়া হল, এখন থেকে নিয়ম কেউ ভাঙলে তাকে কড়া শাস্তির মুখোমুখি হতে হবে।

Advertisement

শুধু ম্যাচেই নয়, ফুটবলারদের যাবতীয় নিয়ম মানতে হবে অনুশীলনেও। গোলের পরে কেউ কাউকে আলিঙ্গন করতে পারবেন না। জার্সি বদল হবে না। করোনা ভাইরাসের নতুন ধরনের আক্রমণের পরিপ্রেক্ষিতেই এই সতর্কতা। তবে এখনই ইপিএল বন্ধ রাখার পরিকল্পনা নেই প্রিমিয়ার লিগ কমিটির।

ক্রিসমাসের সময় অনেক ক্লাবের ফুটবলার নিয়ম ভেঙেছিলেন। তাঁদের কাজের তদন্ত হচ্ছে। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।

Advertisement

এ ছাড়াও ফুটবলার, কোচ ও মাঠকর্মীদের ‘ক্লিনিকাল পাসপোর্ট’ দেওয়া হবে। যাতে অনুশীলনের সময় বোঝা যাবে সংশ্লিষ্টরা কোভিড-মুক্ত। প্রয়োজনে তাঁদের কাছে সেই কার্ড দেখতে চাওয়া হবে। সেই আবহেই এফএ কাপে শুক্রবার অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে লিভারপুল। জোড়া গোল সাদিয়ো মানের। বাকি দুই গোলদাতা মহম্মদ সালাহ এবং ওয়াইনলডম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement