Eoin Morgan

Eoin Morgan: দ্বিতীয় ভাগের আইপিএলে খেলতে রাজি নেতা মর্গ্যান

বিশ্বকাপের আগে যদি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে চায়, তা হলে আইপিএল খেলতেই পারে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ০৬:৫৫
Share:

চর্চায়: ইংল্যান্ড বোর্ডের ছাড়পত্র পেতে চলেছেন মর্গ্যান। ফাইল চিত্র

সেপ্টেম্বরে আইপিএলের বাকি ম্যাচগুলোয় কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন অইন মর্গ্যান। শাহরুখ খানের দলকে নেতৃত্বও দেবেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ইংল্যান্ডের সফর পিছিয়ে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এর চেয়ে ভাল প্রস্তুতি হয়তো পাবেন না ইংল্যান্ড অধিনায়ক। তাই দ্য হান্ড্রেড ক্রিকেটে তাঁর দল লন্ডন স্পিরিটের ম্যাচ শেষে মর্গ্যান জানিয়ে দিয়েছেন, সেপ্টেম্বরে কেকেআর শিবিরে যোগ দিতে তিনি উড়ে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরশাহিতে।

Advertisement

নাইট অধিনায়ক বলেছেন, ‘‘আইপিএল-এর বাকি ম্যাচগুলোয় আমি খেলব। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফর থাকলে তখন বিষয়টা অন্য রকম হত। বাংলাদেশে ম্যাচ খেলার সুযোগ পেলেও বিশ্বকাপের প্রস্তুতি হয়ে যেত। কারণ, আমিরশাহি ও বাংলাদেশের পরিবেশের মধ্যে খুব একটা ফারাক নেই। কিন্তু সেই সফর পিছিয়ে গিয়েছে। তাই আইপিএল খেলতে কোনও সমস্যা নেই।’’

ইংল্যান্ড দলের বাকিদেরও কি তিনি আইপিএল খেলার অনুরোধ করবেন? মর্গ্যানের উত্তর, ‘‘প্রত্যেকের সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত। বিশ্বকাপের আগে যদি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে চায়, তা হলে আইপিএল খেলতেই পারে। অথবা যদি তারা বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে বিশ্বকাপে নামতে চায়, সেটাও কিন্তু খারাপ নয়। লাভ দু’দিকেই। এ বার যারা খেলতে চাইবে খেলবে।’’

Advertisement

রাজস্থান রয়্যালসের জস বাটলার যদিও সেপ্টেম্বরে আইপিএল খেলতে যেতে চান না। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় স্ত্রীর পাশে থাকবেন তিনি। বাটলার বলেছেন, ‘‘আমার পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। সেপ্টেম্বরেই দ্বিতীয় সন্তান আমাদের পরিবারে আসবে। এই মুহূর্তে স্ত্রীর পাশে থাকতে চাই। কারণ, সেই সময় আইপিএল খেলতে চলে গেলে আমার মধ্যে বাড়তি চাপ তৈরি হবে। ম্যাচে মনোনিবেশ করাও কঠিন হবে আমার পক্ষে।’’

অস্ট্রেলীয় তারকা পেসার প্যাট কামিন্স যদিও জানিয়ে দিয়েছেন, তিনি বাকি ম্যাচগুলোয় খেলবেন না। তাঁর স্ত্রীও অন্তঃসত্ত্বা। কামিন্সের কথায়, ‘‘আমি হয়তো আইপিএল খেলতে পারব না। এখনও পাকাপাকি সিদ্ধান্ত নিতে পারিনি। তবে আমার স্ত্রী সন্তানসম্ভবা। সেপ্টেম্বরের মাঝামাঝি পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। এই পরিস্থিতিতে স্ত্রীর পাশে থাকতে চাই।’’ কামিন্স আগেও জানিয়েছিলেন, এ বারের আইপিএল তিনি নাও খেলতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাড়তি কোনও ঝুঁকি তিনি নিতে চান না তিনি। ফুরফুরে মেজাজে কুড়ির বিশ্বকাপ খেলার লক্ষ্য তারকা পেসারের। প্রথম পর্বে ভাল খেলতে পারেনি কেকেআর। এ বার কী করে, দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement