Cricket

দুরন্ত ছন্দে বাটলার, সিরিজ জয় ইংল্যান্ডের

ম্যাচের শুরু থেকেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেয় ইংল্যান্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২০ ০৬:৩৬
Share:

ছবি: এএফপি।

৬ উইকেটে জয়ী ইংল্যান্ড

Advertisement

ম্যাচের সেরা জস বাটলার

প্রায় ছয় মাস বাদে মাঠে ফিরেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারতে হল অস্ট্রেলিয়াকে। প্রথম টি-টোয়েন্টিতে দু’রানে হারার পরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচও ছয় উইকেটে হেরে গেল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের জয়ের নায়ক বিধ্বংসী জস বাটলার। ৫৪ বলে ৭৭ রান করে অপরাজিত থাকলেন ইংল্যান্ড ওপেনার। দাভিদ মালান করেন ৩২ বলে ৪২। অস্ট্রেলিয়ার সাত উইকেটে ১৫৭ রানের জবাবে ১৮.৫ ওভারে জয়ের রান তুলে নেয় ইংল্যান্ড। ২-০ এগিয়ে গিয়ে অইন মর্গ্যানরা সিরিজও জিতে নিলেন।

Advertisement

ম্যাচের শুরু থেকেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেয় ইংল্যান্ড। প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারকে শূন্য রানে ফিরিয়ে বিপক্ষ শিবিরে ধাক্কা দেন জোফ্রা আর্চার। সেই ধাক্কা আর সামলাতে পারেননি স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলরা। অস্ট্রেলিয়ার হয়ে লড়াই করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টোয়নিস। ৩৩ বলে ৪০ করে দলের রান কিছুটা বাড়াতে সাহায্য করেন আইপিএলে বিরাট কোহালির দলের অন্যতম ভরসা ফিঞ্চ। চারটি চার ও দু’টি ছয়ের সৌজন্যে এই ইনিংস গড়েন তিনি। মিডল অর্ডারে স্টোয়নিস করেন ২৬ বলে ৩৫। ম্যাক্সওয়েল (২৬) ও অ্যাশটন অ্যাগার (২৩) কিছুটা চেষ্টা করলেও দলকে বড় রানে নিয়ে যেতে পারেননি।

স্কোরকার্ড

অস্ট্রেলিয়া ১৫৭-৭ (২০)

ইংল্যান্ড ১৫৮-৪ (১৮.৫)

অস্ট্রেলিয়া

ওয়ার্নার ক বাটলার বো জোফ্রা ০•৩

ফিঞ্চ বো জর্ডান ৪০•৩৩

ক্যারে ক বাটলার বো উড ২•৭

স্মিথ রান আউট (মর্গ্যান) ১০•৭

স্টয়নিস ক মালান বো রশিদ ৩৫•২৬

ম্যাক্সওয়েল ক বাটলার বো জর্ডান ২৬•১৮

অ্যাগার রান আউট (জোফ্রা) ২৩•২০

প্যাট কামিন্স ন.আ ১৩•৫

মিচেল স্টার্ক ন.আ ২•১

অতিরিক্ত ৬

মোট ১৫৭-৭ (২০)

পতন: ১-০ (ওয়ার্নার, ০.৩), ২-৩ (ক্যারে, ১.৫), ৩-৩০ (স্মিথ, ৪.৬), ৪-৭৯ (ফিঞ্চ, ১১.৬), ৫-৮৯ (স্টয়নিস, ১২.৬), ৬-১৩২ (ম্যাক্সওয়েল ১৮.২), ৭-১৫৫ (অ্যাগার, ১৯.৫)।

বোলিং: জোফ্রা আর্চার ৪-০-৩২-১, মার্ক উড ৪-০-২৫-১, টম কারেন ৩-০-২৫-০, ক্রিস জর্ডান ৪-০-৪০-২, , আদিল রশিদ ৪-০-২৫-১, মইন আলি ১-০-৮-০।

ইংল্যান্ড

বাটলার ন.আ ৭৭•৫৪

বেয়ারস্টো হিট উইকেট বো স্টার্ক ৯•১১

মালান ক স্টয়নিস বো অ্যাগার ৪২•৩২

ব্যান্টন ক কামিন্স বো অ্যাগার ২•৪

মর্গ্যান ক ম্যাক্সওয়েল বো জাম্পা ৭•৬

মইন আলি ন.আ ১৩•৬

অতিরিক্ত ৮

মোট ১৫৮-৪ (১৮.৫)

পতন: ১-১৯ (বেয়ারস্টো, ২.৫), ২-১০৬ (মালান, ১৩.২), ৩-১২২ (ব্যান্টন, ১৫.২), ৪-১৩৫ ( মর্গ্যান, ১৬.৬)।বোলিং: মিচেল স্টার্ক ৪-০-২৫-১, প্যাট কামিন্স ৩-০-২৪-০, কেন রিচার্ডসন ২-০-১৯-০, গ্লেন ম্যাক্সওয়েল ২-০-১৬-০, অ্যাডাম জাম্পা ৩.৫-০-৪২-১, অ্যাগার ৪-০-২৭-২।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement