স্থগিত ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ছবি: এএফপি
শুক্রবারের বদলে রবিবার থেকে শুরু হওয়ার কথা ছিল ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ। ২ হোটেল কর্মী করোনা আক্রান্ত হওয়ায় স্থগিত রাখা হল সেই ম্যাচ।
শনিবারে পরীক্ষার ফল সকলের নেগেটিভ এলে রবিবার ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু রবিবার ২ হোটেল কর্মীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। রবিবারের ম্যাচও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংল্যান্ড দল যে হোটেলে রয়েছে সেই হোটেলের ২ কর্মী করোনা আক্রান্ত বলে জানিয়েছে আইসিসি।
শুক্রবার শুরু হওয়ার কথা ছিল দ্বিপাক্ষিক সিরিজের। কিন্তু ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটারের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় ম্যাচ স্থগিত রাখা হয়। শনিবার সকলের রিপোর্ট নেগেটিভ আসায় রবিবার সিরিজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। দক্ষিণ আফ্রিকা বোর্ডের তরফে শনিবার জানানো হয়, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি শুক্রবার কেপ টাউনে যে করোনা পরীক্ষা করা হয়েছিল তাতে দলের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে।’
দক্ষিণ আফ্রিকা দল জৈব সুরক্ষা বলয়ে থাকার নিয়ম কতটা মেনে চলেছে, সেই নিয়ে সন্দিহান ইংল্যান্ড দল। এমনকী দক্ষিণ আফ্রিকা দলের চিকিৎসক শুয়েব মাঞ্জরাও অবাক এমন ঘটনা ঘটায়। শুক্রবার তিনি বলেন, “খুবই চিন্তার বিষয় এই ভাবে করোনা আক্রান্ত হওয়া। দুই দল একই জৈব সুরক্ষা বলয়ে রয়েছে। কোনও সিসিটিভি ফুটেজ বা এমন কোনও তথ্য পাওয়া যায়নি যার থেকে বোঝা যায় কী ভাবে করোনা সংক্রমণ হলেন একজন খেলোয়াড়।”
আরও পড়ুন: কাশ্যপ, প্রণয় কোভিড পজিটিভ
আরও পড়ুন: রাহানের সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে ব্যর্থ ঋদ্ধি-সহ ২ ওপেনার