Ollie Robinson

সেই বিতর্কিত টুইটের জের, ক্রিকেট থেকে আপাতত সরেই গেলেন ইংল্যান্ডের রবিনসন

একটি বিতর্কিত টুইটের জেরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েন রবিনসন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুন ২০২১ ২৩:২৮
Share:

অলি রবিনসন।

টুইট বিতর্কের পর ক্রিকেট থেকে আপাতত সরেই গেলেন অলি রবিনসন। এই ইংরেজ ক্রিকেটার যে কাউন্টির হয়ে খেলেন, সেই সাসেক্স এক বিবৃতিতে এই কথা জানিয়েছে।

Advertisement

ওই বিবৃতিতে লেখা হয়েছে, ‘কঠিন একটা সপ্তাহের পর রবিনসন ঠিক করেছে কিছুদিনের জন্য বিশ্রাম নেবে। পরিবারের সঙ্গে সময় কাটাবে। ক্রিকেটারদের মানসিক দিকটা দেখা আমাদের অগ্রাধিকার। তাই রবিনসনের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাচ্ছি আমরা। ও যখন আবার মাঠে ফিরবে মনে করবে, তখন আমরা ওকে স্বাগত জানাব। সাসেক্স ক্লাব এবং এখানকার সতীর্থরা ওর পাশে আছে।’

একটি বিতর্কিত টুইটের জেরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েন রবিনসন। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রবিনসনকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement