জেতার চেষ্টা না করে সমালোচনার ব্যাখ্যা দিলেন জো রুট। ফাইল চিত্র
জেতা টেস্ট শেষ পর্যন্ত ড্র হল! ইংল্যান্ডের নেতিবাচক মানসিকতার জন্য ড্র হয়েছে লর্ডস টেস্ট। আর তাই নাসের হুসেনের মতো প্রাক্তন অধিনায়ক জো রুটকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। যদিও রুট কিন্তু সেই সমালোচনা পাত্তা দিতে রাজি নন। বরং ইংরেজ অধিনায়কের দাবি শেষ দিন ৭০ ওভারে ২৭৩ রান তাড়া করা বাস্তবসম্মত ছিল না।
খেলার শেষে সাংবাদিক সম্মেলনে রুট বলেছেন, “গত কয়েক দিন লর্ডসের পিচে খেলে বুঝেছি যে এখানে রান করা মোটেও সোজা নয়। এই টেস্টের চার ইনিংসে রানের গতি লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে শেষ দিন ২৭৩ রান তাড়া করা মোটেও বাস্তবসম্মত ছিল না। ম্যাচ জিততে সবাই চায়। কিন্তু বাস্তব পরিস্থিতি বুঝতে হবে। ভাবনা চিন্তা না করে জেতার জন্য ঝাঁপাতে গিয়ে ম্যাচ হারলে সেটা তো বড় ধাক্কা হতো। এর চেয়ে ড্র করা অনেক ভাল।”
প্রথম ইনিংসে ১০৩ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ড ফের ৬ উইকেটে ১৬৯ রান তুলে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেয়। ফলে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৩ রান। কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট জিততে হলে ওভারে ৩.৯ গড়ে রান তুলতে হত রুটদের। কিন্তু দিনের শেষে ৭০ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ১৭০ রান তোলে ইংল্যান্ড। ফলে ম্যাচ ড্র হয়ে যায়।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসের শুরুটা মোটেও ভাল করেনি। ব্যাটসম্যানদের দোষ দিয়ে রুট শেষে যোগ করেন, “এই টেস্টে আমরা ভাল ব্যাটিং করিনি। টেস্ট জিততে হলে আরও ভাল ব্যাটিং করা জরুরী। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত দুটো টেস্ট ম্যাচে আমাদের শুরুটা ভাল হয়নি। ফলে দুবারই সিরিজের প্রথম টেস্ট হারতে হয়েছিল। তবে এ বার সেটা হয়নি। তাই দ্বিতীয় টেস্টে ব্যাটিং মেরামত করে সিরিজ জেতার চেষ্টা করব।”