কলকাতা লিগ রানার্স হওয়ার নিশ্চয়তা পাওয়ার আগেই ফুটবলারদের নিয়ে উৎসবে মাতলেন মহমেডান কর্তারা। দিলেন সংবর্ধনাও।
আট বছর আগে কলকাতা লিগে রানার্স হয়েছিল সাদা-কালো ব্রিগেড। তার পর আবার এ বছর মোহনবাগানকে হারিয়ে রবিবারই লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে তারা। আর সোমবার বিকেলে টালিগঞ্জ অগ্রগামী-আর্মি একাদশ ম্যাচ ড্র হওয়ার পরই চূডা়ন্ত হয়ে যায়, মহমেডানই এ বারের লিগ রানার্স। টালিগঞ্জের সামনেও রানার্স হওয়ার একটা সুযোগ ছিল। এ দিনের ম্যাচ ড্র করে যে সুযোগ হাতছাড়া করল রঞ্জন চৌধুরীর টিম।
মজার বিষয়, টালিগঞ্জ ম্যাচের রেজাল্টের আগেই রানার্স হওয়ার জন্য মহমেডান ফুটবলারদের হাতে এ দিন পাঁচ হাজার করে টাকা তুলে দেন কর্তারা। দেওয়া হয় স্যুটের কাপড়-সহ আরও পুরস্কার। এই অনুষ্ঠানেই বিধায়ক ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে মহমেডানের সহ-সভাপতি ঘোষণা করা হয়। পাশাপাশি দ্বিতীয় ডিভিশন আই লিগের জন্য ফুটবলার বাছার দায়িত্বও তাঁকে দেওয়া হয়। এ ছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার এবং সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।
এ দিকে বরদলৈ ট্রফি খেলতে এ দিন গুয়াহাটি উড়ে গিয়েছে ইস্টবেঙ্গল। দু’ ভাগে এ দিন কলকাতা থেকে গুয়াহাটি যান লাল-হলুদ ফুটবলাররা। ডু ডং সহ কলকাতা লিগে খেলা তিন বিদেশি দলের সঙ্গে গিয়েছেন। এ ছাড়াও টিমের সঙ্গে রয়েছে ইস্টবেঙ্গল অ্যাকাডেমির ন’জন ফুটবলার। টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ ছিল ২১ সেপ্টেম্বর। অসম স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের বিরুদ্ধে। কিন্তু এ দিনই আয়োজকরা ফের সূচি পরিবর্তন করায়, ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ হবে ২২ সেপ্টেম্বর। প্রতিপক্ষ বঙ্গবি অগ্রগামী ক্লাব। ডু ডংদের পরবর্তী ম্যাচ ইউনাইটেড সিকিম (২৪ সেপ্টেম্বর) এবং অসম স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের (২৬ সেপ্টেম্বর) বিরুদ্ধে। এই টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট আটটি টিম। তার মধ্যে ভারত থেকে রয়েছে ছ’টি। বাংলাদেশ এবং নেপাল থেকে রয়েছে একটি করে টিম। ইস্টবেঙ্গল ছাড়াও শিলং লাজং, ইউনাইটেড সিকিমের মতো টিম খেলছে এই টুর্নামেন্টে। আটটি টিমকে মোট দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। ইস্টবেঙ্গল রয়েছে ‘বি’-গ্রুপে।