East Bengal

বিচ্ছেদের প্রক্রিয়া লাল-হলুদে

সরকারি ভাবে দুপক্ষই সমস্যা হবে না বলে দাবি করলেও, সেটা নিয়ে যে ভালই জট তৈরি হয়েছে এবং তা ছাড়াতে যে আরও সময় লাগবে, তা ফেডারেশনকে জানিয়ে দিল ইস্টবেঙ্গল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০৩ জুন ২০২০ ০৩:৪৫
Share:

প্রতীকী ছবি।

বিনিয়োগকারীরা ৩১ মে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করলেও কোন শর্তে নিজেদের হাতে থাকা সত্তর শতাংশ শেয়ার তারা ছেড়ে দেবে, তা এখনও স্পষ্ট নয়। সরকারি ভাবে দুপক্ষই সমস্যা হবে না বলে দাবি করলেও, সেটা নিয়ে যে ভালই জট তৈরি হয়েছে এবং তা ছাড়াতে যে আরও সময় লাগবে, তা ফেডারেশনকে জানিয়ে দিল ইস্টবেঙ্গল। ক্লাবের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে ফেডারেশনকে। তাতে ইঙ্গিত রয়েছে, কাগজপত্র তৈরি করে জমা দিতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। বিনিয়োগকারীরা এত দিন চুপচাপ থাকলেও মঙ্গলবার ওই কোম্পানির পক্ষ থেকে সংবাদমাধ্যমে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, বিচ্ছেদ নিয়ে দুপক্ষের মধ্যে অনেক দিন ধরে আলোচনা চলছে। সামনের কয়েক সপ্তাহের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলা যাবে বলেই বিশ্বাস। ফেডারেশনের পক্ষ থেকে ইতিমধ্যেই চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগকারীদের সঙ্গে ইস্টবেঙ্গলের বিচ্ছেদের কাগজপত্র জমা দিতে। ফুটবলার-সহ কারও কাছে কোনও বকেয়া নেই, তা-ও জানাতে হবে চিঠি দিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement