বিদেশি রেফারি চাইল ইস্টবেঙ্গল

মঙ্গলবার আই লিগে লাল-হলুদ শিবিরের সেই মরণ-বাঁচন ম্যাচ মিনার্ভার বিরুদ্ধে। তার আগে শুধু বিদেশি রেফারিই নয়, দুই বা তার বেশি ম্যাচ পরিদর্শক চেয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:০৪
Share:

আই লিগ পেতে গেলে অ্যাওয়ে ম্যাচে হারাতেই হবে মিনার্ভা এফসি-কে। খালিদ জামিলের দল আই লিগের সেই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চণ্ডীগড়ে নামতেই, বিদেশি রেফারির দাবিতে সরব হলেন ইস্টবেঙ্গল কর্তারা।

Advertisement

মঙ্গলবার আই লিগে লাল-হলুদ শিবিরের সেই মরণ-বাঁচন ম্যাচ মিনার্ভার বিরুদ্ধে। তার আগে শুধু বিদেশি রেফারিই নয়, দুই বা তার বেশি ম্যাচ পরিদর্শক চেয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল। দিন কয়েক আগেই লাজং-মিনার্ভা ম্যাচে সমালোচনার মুখে পড়েছিলেন রেফারি। এ ছাড়াও সম্প্রতি মিনার্ভা কর্তা রঞ্জিত বাজাজ বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ম্যাচ গড়াপেটার অভিযোগ তুলেছিলেন। যার সত্যতা এখনও পরীক্ষিত নয়। এ বার যাতে এইসব ঘটনা ফের না ঘটে, তার জন্যই শনিবার ইস্টবেঙ্গল চিঠি দিয়েছে ফেডারেশনকে। ক্লাবের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছেন, ‘‘মিনার্ভার বেশ কয়েকটি ম্যাচ দেখে মনে হয়েছে, ওরা কিছু বিশেষ সুবিধা পাচ্ছে, তাই বিদেশি রেফারি ও ম্যাচ পরিদর্শক চেয়েছি আমরা।’’ এ দিকে, শনিবারই চণ্ডীগড় পৌঁছে গেল ইস্টবেঙ্গল। দিল্লি থেকে উড়ান পঁয়তাল্লিশ মিনিট দেরি থাকায় বিকেল চারটে নাগাদ হোটেলে পৌঁছায় দল।

ইস্টবেঙ্গলে যখন মিনার্ভা ম্যাচ জিতে লিগ জয়ের দৌড়ে এগিয়ে যাওয়ার তাগিদ, তখন মোহনবাগানে লক্ষ্য সামনের পাঁচ ম্যাচ জেতা। সোমবার ঘরের মাঠে মোহনবাগানের ম্যাচ রয়েছে গোকুলম এফসি-র বিরুদ্ধে। মোহনবাগানের সহকারী কোচ অর্পণ দে বলছেন, ‘‘সামনের পাঁচ ম্যাচ জিতে পনেরো পয়েন্ট চাই। যা অসম্ভব নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement