SC East Bengal

SC East Bengal: অবিলম্বে চুক্তিপত্রে সই করুন কর্মকর্তারা, ইস্টবেঙ্গলের জট কাটাতে বার্তা ভাইচুংয়ের

এক্সিট ক্লজ নিয়ে সমস্যার কথা বারবার তুলে ধরছে ক্লাব। তবে তাতে আমল দিচ্ছেন না ভাইচুং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ২১:৪৯
Share:

ইস্টবেঙ্গল নিয়ে চিন্তিত ভাইচুং ফাইল চিত্র

ইস্টবেঙ্গল ক্লাবের উচিত অবিলম্বে চুক্তিপত্রে সই করা। কলকাতায় এক বই প্রকাশের অনুষ্ঠানে এসে এ কথা জানালেন ভাইচুং ভুটিয়া। ইস্টবেঙ্গলের গঠন করা ১১ জন প্রাক্তন ফুটবলারের কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে রবিবার নিজের মতামত জানিয়ে দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইনকে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘আমরা সকলেই চাই ইস্টবেঙ্গল দেশের সর্বোচ্চ লিগ আইএসএল-এ খেলুক। কর্তারাও তাই চান। সেই কারণেই তাঁরা নবান্নে গিয়ে সই করে এসেছিলেন। এখন পিছনে ফেরার কোনও মানে হয় না। আমরা সবাই চাই ইস্টবেঙ্গলের সোনালী দিন ফিরে আসুক।’’

এক্সিট ক্লজ নিয়ে সমস্যার কথা বারবার তুলে ধরছে ক্লাব। চুক্তিপত্র না দেখলেও ভাইচুং বলেন, ‘‘সব জেনেই সই হয়েছিল। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় শ্রী সিমেন্টকে পেয়েছিল ইস্টবেঙ্গল। এখন যদি ওরা চলে যায়, মুখ্যমন্ত্রীর অপমান হবে। এটা মাথায় রাখা দরকার।’’

Advertisement

সমর্থকদের কথাও ভেবে দেখার আবেদন জানান ভাইচুং। তিনি বলেন, ‘‘এত সমর্থক প্রিয় ক্লাবের খেলা দেখা থেকে বঞ্চিত হবেন। আরও সময় নিলে ভাল দল তৈরি করা সম্ভব হবে না। অন্য ক্লাব ইতিমধ্যেই ফুটবলারদের বেশ কিছু বছরের জন্য সই করিয়ে রেখেছে। তাই সমস্যা শুধু যে এই মরশুমে হবে এমনটা নয়। সমস্যা হবে পরের মরশুমগুলিতেও। ইস্টবেঙ্গলের একজন প্রাক্তন ফুটবলার এবং সমর্থক হিসেবে এটা কখনোই আমি চাইব না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement