ইস্টবেঙ্গলের পাশে মমতা।
ইস্টবেঙ্গলের ক্ষেত্রে শ্রী সিমেন্টের ভূমিকায় খুশি নন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী তাঁর এই অসন্তোষের কথা জানিয়ে দেন।
ইস্টবেঙ্গলের সঙ্গে আর থাকছে না বলে শ্রী সিমেন্ট জানিয়েছে। তারা নবান্নে ই-মেল করে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওরা (শ্রী সিমেন্ট) নবান্নে জানিয়ে দিয়েছে, ইস্টবেঙ্গলের সঙ্গে আর থাকতে পারবে না। একেবারে শেষ মুহূর্তে চিঠি দিয়ে এটা জানিয়েছে ওরা। এটা খারাপ। ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী একটা ক্লাবকে এত দিন ঝুলিয়ে রেখে শেষ মুহূর্তে বলা হচ্ছে আর পারবে না। এর জন্য আমরা দুঃখিত, বিরক্ত। আমরা যে বিরক্ত, সেটা ওদের জানাব।’’
মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘তাহলে এক বছর ধরে এত কথাবার্তা চালাল কেন ওরা? আমাকেও তো এসে বলে গিয়েছিল সমস্যা মিটে যাবে। তাহলে কী এমন ঘটল? এর পিছনে কী এমন রহস্য আছে, যার জন্য বলছে আর পারবে না, ছেড়ে চলে যাচ্ছে।’’
গত বার শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই ইস্টবেঙ্গল আইএসএল-এ খেলতে পেরেছিল। এ বারও কি সেরকম কিছু হবে? মমতা বলেন, ‘‘আমরা চাই ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান সবাই খেলুক। সময় খুব কম। তবু আমরা চেষ্টা করব। ইস্টবেঙ্গলের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত।’’