জোসেবার খেলা নিয়ে আশাবাদী মোহনবাগান কোচ

কলকাতা প্রিমিয়ার লিগে কাস্টমসের বিরুদ্ধে ম্যাচে বাঁ-পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার। ডুরান্ড কাপে ভারতীয় নৌসেনার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচেও খেলতে পারেননি জোসেবা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৯ ০৫:১৬
Share:

উদ্বেগ: অনুশীলনে পায়ে বরফ দিচ্ছেন জোসেবা বেইতিয়া (বাঁ-দিকে)। পাশে সতীর্থ ফ্রান গন্সালেস। নিজস্ব চিত্র

জোসেবা বেইতিয়াকে নিয়ে আশা ও আশঙ্কা মোহনবাগান শিবিরে!

Advertisement

কলকাতা প্রিমিয়ার লিগে কাস্টমসের বিরুদ্ধে ম্যাচে বাঁ-পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার। ডুরান্ড কাপে ভারতীয় নৌসেনার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচেও খেলতে পারেননি জোসেবা। বুধবার সেমিফাইনালে রিয়াল কাশ্মীর এফসি-র বিরুদ্ধে কি তাঁকে পাবেন কিবু ভিকুনা? সোমবার সকালে যুবভারতী সংলগ্ন মাঠে অনুশীলনে প্রথম পর্বে চেনা ছন্দেই পাওয়া গিয়েছিল জোসেবাকে। মোহনবাগান কোচ এ দিন মাঠ ছোট করে অনুশীলন ম্যাচ খেলিয়েছেন। কারণ, রিয়াল কাশ্মীর কোচ ডেভিড রবার্টসনের রণকৌশলই হচ্ছে, ম্যাচের শুরু থেকেই বিপক্ষের উপরে চাপ তৈরি করা। মাঝমাঠে ফুটবলারের সংখ্যা বাড়িয়ে প্রতিপক্ষের খেলার ছন্দ নষ্ট করে দেওয়া। এই কারণেই মাঠ ছোট করে খেলাচ্ছিলেন তিনি। ম্যাচ শেষ হওয়ার পরে সহকারী কোচ রঞ্জন চৌধুরী বিশেষ অনুশীলন করালেন মিডফিল্ডারদের। রিয়াল কাশ্মীরের ডিফেন্ডারদের গড় উচ্চতা ছ’ফুট। শারীরিক ভাবেও শক্তিশালী। এই কারণেই উইং দিয়ে আক্রমণে উঠে পেনাল্টি বক্সে সেন্টার বা মাইনাস করার মহড়া দেওয়ালেন।

উদ্বেগ শুরু হল অনুশীলনের শেষ পর্বে। মাঠের মধ্যেই বসে পড়ে বাঁ-পায়ের গোড়ালিতে বরফ ঘষতে শুরু করলেন জোসেবা। চোট সম্পূর্ণ সারেনি স্প্যানিশ মিডিয়োর? ভিকুনা আশাবাদী রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে জোসেবার খেলা নিয়ে। বলে দিলেন, ‘‘আপনারা তো অনুশীলনেই দেখলেন ওকে। কোনও সমস্যা নেই’’ কিন্তু ফের যে গোড়ালির চোটে বরফ ঘষছিলেন মাঝমাঠের প্রধান ভরসা! সবুজ-মেরুন শিবিরের খবর, অনুশীলন করলেও জোসেবা সম্পূর্ণ চোটমুক্ত বলা যাবে না। গোড়ালি এখনও ফুলে রয়েছে। তাই ঝুঁকি না নিয়ে বরফ লাগাতে বলা হয়েছিল স্প্যানিশ তারকাকে। দ্বিতীয়ত, ম্যাচ শুরু হবে আটচল্লিশ ঘণ্টা পরে। তাই এখনই হাল ছেড়ে দেওয়ার কোনও কারণ নেই। তবে চোট পাওয়া আর এক মিডফিল্ডার শেখ সাহিল সম্পূর্ণ সুস্থ।

Advertisement

মহড়া: মোহনবাগান ম্যাচের প্রস্তুতি রিয়াল কাশ্মীরের। নিজস্ব চিত্র

সোমবার সকালে মোহনবাগানের পাশের মাঠেই সেমিফাইনালের প্রস্তুতি সেরেছে রিয়াল কাশ্মীর। অনুশীলনের ফাঁকে বারবারই প্রতিপক্ষের দিকে চোখ চলে যাচ্ছিল ভিকুনার। মোহনবাগানের প্রাক্তন ফুটবলার চেস্টারপল লিংডোর গতি যে তাঁর দুশ্চিন্তা বাড়িয়েছে, তা মুখ দেখেই বোঝা যাচ্ছিল। এ ছাড়া গোনেরো ক্রিজ়ো, বাজি আর্মান্দও ভাবাচ্ছে সবুজ-মেরুন কোচকে।

রিয়াল কাশ্মীরের কোচও অনুশীলনের ফাঁকে দেখে নিচ্ছিলেন সালভা চামোরো, ফ্রান গন্সালেস, জোসেবাদের। যদিও রবার্টসন দাবি করেছেন, তিনি নিজের দল নিয়েই ভাবতে চান। তবে রিয়াল কাশ্মীরের ফুটবলারেরা বললেন, ‘‘মোহনবাগান দারুণ শক্তিশালী দল। ওদের সব বিদেশিই নতুন এবং স্পেনের। তাই কোনও ঝুঁকি নেওয়া চলবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement