শীর্ষে থেকে স্কটল্যান্ড চলে গেল ভারতের গ্রুপে। ছবি সংগৃহীত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নের দৌড় অব্যাহত স্কটল্যান্ডের। বৃহস্পতিবার তারা ওমানকে হারিয়ে গ্রুপ বি চ্যাম্পিয়ন হয়ে ‘সুপার ১২’ পর্বে পৌঁছে গেল।
তিনটে ম্যাচই জেতার ফলে শীর্ষে থেকে স্কটল্যান্ড চলে গেল ভারতের গ্রুপে। যেখানে তাঁদের বিরাট কোহালিদের ছাড়াও খেলতে হবে পাকিস্তান, আফগানিস্তান, নিউজ়িল্যান্ডের মতো দলের বিরুদ্ধে। গ্রুপের দু’নম্বর দল হিসেবে পরের পর্বে গেল বাংলাদেশ। এ বার ‘সুপার ১২’ পর্বে শাকিব আল হাসানদের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো।
স্কটল্যান্ড ক্রিকেটারদের দৌড়টা শুরু হয়েছিল বাংলাদেশকে হারিয়ে। সেই জয়ের পরে থেমে যায়নি তাদের জয়রথ। এর পরে পাপুয়া নিউ গিনি এবং বৃহস্পতিবার শেষ ম্যাচে ওমানকে হারিয়ে এই প্রথম বিশ্বকাপের ছাড়পত্র পেল স্কটল্যান্ড। বাংলাদেশ দুপুরের ম্যাচে পাপুয়া নিউ গিনিকে বিশাল ব্যবধানে হারানোর পরে রাতের ম্যাচটা নক আউট পর্যায়ের হয়ে দাঁড়িয়েছিল। যে জিতবে তারা পরের পর্বে, হারলেই বিদায়। টস জিতে ব্যাট নিয়েছিল ওমান। লক্ষ্য ছিল, স্কোরবোর্ডে বড় রান তুলে বিপক্ষকে চাপে ফেলার। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি ব্যাটারদের ব্যর্থতায়। ওমানের সেরা ব্যাটার যতীন্দ্র সিংহ শূন্য রানে রান আউট হয়ে যান। এর পরে তাদের বড় রানের আশা শেষ হয়ে যায়। তিন উইকেট নেন জশ ডেভি। ম্যাচের সেরা ক্রিকেটারও এই পেসার। রান তাড়া করতে নেমে কখনওই সমস্যায় পড়েনি স্কটল্যান্ড। তাদের ওপেনার ও অধিনায়ক কাইল কোয়েটজ়ার শুরুতেই ঝড় তোলেন ২৮ বলে ৪১ রান করে। বাকি কাজটা করে দেন রিচি বেরিংটন
(২১ বলে ৩১)।
সংক্ষিপ্ত স্কোর: ওমান ২০ ওভারে ১২২ (আকিব ইলিয়াস ৩৭, জ়িসান মাকসুদ ৩৪। জশ ডেভি ৩-২৫, মাইকেল লিস্ক ২-১৩)। স্কটল্যান্ড ১৬.৬ ওভারে ১২৩-২ (কাইল কোয়েটজ়ার ৪১, রিচি বেরিংটন ন.আ. ৩১। ফয়াজ় বাট ১-২৬)।