থ্রি মাস্কেটিয়ার্সের প্রথম বৈঠকের আগেই নাটক

মহাতারকাখচিত উপদেষ্টামন্ডলীর প্রথম বৈঠকের বিষয় হওয়া উচিত ছিল শুধুমাত্র ক্রিকেট। কিন্তু বৈঠক শুরুর আগেই কোথায় বৈঠক হবে তা নিয়েই একপ্রস্ত নাটকের সাক্ষী থাকল কলকাতা। রবিবার সচিনের লন্ডন যাওয়ার পরিকল্পনা ছিল আগে থেকেই। তাই দমদম বিমানবন্দরের কাছাকাছি কোনও হোটেলে এই ব‌ৈঠক করার আর্জি জানান তিনি। কিন্তু তা মানেননি বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। তিনি তাঁর দক্ষিণ কলকাতার বাড়িতে এই বৈঠক করার কথা বলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ১৬:৫৪
Share:

মহাতারকাখচিত উপদেষ্টামন্ডলীর প্রথম বৈঠকের বিষয় হওয়া উচিত ছিল শুধুমাত্র ক্রিকেট। কিন্তু বৈঠক শুরুর আগেই কোথায় বৈঠক হবে তা নিয়েই একপ্রস্ত নাটকের সাক্ষী থাকল কলকাতা।

Advertisement

রবিবার সচিনের লন্ডন যাওয়ার পরিকল্পনা ছিল আগে থেকেই। তাই দমদম বিমানবন্দরের কাছাকাছি কোনও হোটেলে এই ব‌ৈঠক করার আর্জি জানান তিনি। কিন্তু তা মানেননি বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। তিনি তাঁর দক্ষিণ কলকাতার বাড়িতে এই বৈঠক করার কথা বলেন। কলকাতায় এসে সে প্রস্তাবে বেঁকে বসেন সচিন। তিনি মধ্য কলকাতায় এই বৈঠক করার কথা বলেন। শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয় ইডেনে।

উপদেষ্টামন্ডলীতে ব্যাটিং পরামর্শদাতা হিসাবে দায়িত্ব পাওয়ার কথা সচিনের। যুব খেলোয়াড়দের তুলে আনা এবং ক্যাম্প পরিদর্শন দায়িত্ব পেতে পারেন ডান হাতি হায়দরাবাদী। সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু গোল বাধে ডিরেক্টর হিসাবে রবি শাস্ত্রীর অন্তর্ভুক্তি নিয়ে। দলের যাবতীয় ক্রিকেটীয় সিদ্ধান্তের দায়িত্ব পাওয়ার কথা ছিল সৌরভের। সেখানে ডিরেক্টর হিসাবে রবি শাস্ত্রীর সঙ্গে চুক্তি অনেক প্রশ্নের জন্ম দেয়। শেষ পর্যন্ত রবি শাস্ত্রীর শর্ত কী মেনে নিল বিসিসিআই? তাহলে সৌরভের দায়িত্ব ঠিক কী? এসব নিয়েই জল্পনার এখনও শেষ নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement