Diego Maradona

হারিয়ে গেল মারাদোনার ২ কোটির হিরের আংটি, ঝগড়া তুঙ্গে দুই ললনার

মারাদোনার বান্ধবী ভেরোনিকা ওজেদা সরাসরি অভিযোগ করেছেন জিয়ানিনার দিকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২১
Share:

দু’মাস আগে প্রয়াত হয়েছেন মারাদোনা। ফাইল ছবি

হারিয়ে গিয়েছে প্রয়াত দিয়েগো মারাদোনার বহুমূল্যের হিরের আংটি। আর তাই নিয়েই জোর লেগে গেল মারাদোনার বান্ধবী এবং মেয়ের। দু’জনেই একে অপরের বিরুদ্ধে সেই ঘড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন।

Advertisement

২০১৮ সালে বেলারুসের ক্লাব ডায়নামো ব্রেস্ট সাম্মানিক প্রেসিডেন্ট করেছিল মারাদোনাকে। তখনই ভারতীয় মুদ্রায় ২ কোটি টাকারও বেশি দামি একটি হিরের আংটি তাঁকে উপহার দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, মৃত্যুর আগে পর্যন্ত মারাদোনা সেই আংটিটি বালিশের নিচে রাখতেন। কিন্তু তাঁর মৃত্যুর পর থেকেই সেটি পাওয়া যাচ্ছে না।

মারাদোনার বান্ধবী ভেরোনিকা ওজেদা সরাসরি অভিযোগ করেছেন জিয়ানিনার দিকে। তাঁর আইনজীবী মারিয়ো বাউদ্রি জানিয়েছেন, তাঁর কাছে মারাদোনার ব্যক্তিগত রাঁধুনির বয়ান রয়েছে। সেখানে তিনি স্পষ্ট বলেছেন, জিয়ানিনার গাড়িতে শেষবার সেটি দেখা গিয়েছে।

Advertisement

জিয়ানিনা মোটেই তা স্বীকার করতে রাজি নন। টুইট করে লিখেছেন, “আমার কাছে এরকম কোনও আংটি নেই। ওরা এসব বানিয়ে বলছে। গোটা দেশটাকে এ ভাবে শেষ করে দেবে।”

উল্লেখ্য, মৃত্যুর পর থেকেই মারাদোনার সম্পত্তি নিয়ে বিতণ্ডা শুরু হয়েছে। বান্ধবী, প্রাক্তন স্ত্রী ছাড়াও মারাদোনার সন্তানরা সম্পত্তির দাবিতে কাজিয়া করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement