নতুন সচিব হলেন দানিশ ইকবাল ফাইল চিত্র
দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল মহমেডান সচিব ওয়াসিম আক্রমকে। শনিবার ক্লাব তাঁবুতে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। পদত্যাগ করেছেন সভাপতি আমিরুদ্দিন ববিও। ক্লাব পরিচালনার কাজে খুব বেশি সময় দিতে না পারায় পদত্যাগ করেন তিনি। তাঁর জায়গায় সভাপতি হলেন গুলাম আসরাফ। সহ-সভাপতি হয়েছেন সামস ইকবাল ও মহম্মদ কামারুদ্দিন।
অভিযোগ, দল গঠনের ক্ষেত্রে নিজেই সিদ্ধান্ত নেন ওয়াসিম। আই লিগে খেলার যোগ্যতা অর্জন করলেও দল সেভাবে ছন্দ পাচ্ছে না। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে সাদা কালো ব্রিগেড। কিছুদিন আগেই বিনিয়োগকারী সংস্থার সঙ্গেও সমস্যা তৈরি হয়েছিল। আর এবার ক্লাবের অভ্যন্তরীণ দ্বন্দ্বও সামনে চলে এল। ওয়াসিমকে সরিয়ে দানিশ ইকবালকে অন্তর্বর্তী কালীন দায়িত্ব দেওয়া হয়েছে। পাঁচ সদস্যের তদন্ত কমিটিও তৈরি হয়েছে ওয়াসিমের বিরুদ্ধে। সেই কমিটি রিপোর্ট দেবে অক্টোবর মাসে।
তবে সুত্রের খবর, প্রায় ১ কোটি টাকার কোনও হিসেব দিতে পারেননি ওয়াসিম, যার মধ্যে বিনিয়গকারী সংস্থার টাকাও রয়েছে। শুক্রবার বৈঠক করেন কার্যকরী সমিতির সদস্যরা। সেই বৈঠকে ৩২ জনের মধ্যে ৩১ জন কার্যকরী সমিতির সদস্য থাকলেও অনুপস্থিত ছিলেন ওয়াসিম।