Diego Maradona

‘হ্যান্ড অফ গড’ আগে থেকেই অনুশীলন করতেন মারাদোনা! চাঞ্চল্যকর দাবি প্রাক্তন সতীর্থের

১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে হাত দিয়ে গোল করে আলোড়ন ফেলে দিয়েছিলেন দিয়েগো মারাদোনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ মার্চ ২০২১ ২২:৫০
Share:

হাত দিয়ে গোল নাকি আগেও করেছেন মারাদোনা! ফাইল ছবি

১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে হাত দিয়ে গোল করে আলোড়ন ফেলে দিয়েছিলেন দিয়েগো মারাদোনা। ফুটবলবিশ্বে যা অমর হয়ে রয়েছে ‘হ্যান্ড অফ গড’ নামে। কিন্তু সেই গোল তাৎক্ষণিক নয়, বরং তা নাকি অনুশীলনও করতেন মারাদোনা! নতুন বইয়ে এমনই দাবি করেছেন তাঁর প্রাক্তন সতীর্থ জর্জে ভালদানো।

Advertisement

জার্মানিতে প্রকাশ হয়েছে ভালদানোর বই। সেখানে তিনি লিখেছেন, “মারাদোনা অনুশীলনেও একই কাজ করত। ওটাই প্রথম বার ছিল না। যখন আমি অনুশীলনে কর্নার নিতাম, ও ভাসানো বলের শেষ পর্যন্ত পৌঁছে কোনও না কোনও ভাবে প্রতি বার সেটা জালে ঠেলে দিত। মাঝে মাঝে কেউ কেউ জিজ্ঞাসা করত, ‘এটা কী করে হল?’ তখন বাকিরা বলত, ‘তোমরা দেখতে পাওনি? ও তো হাত দিয়ে গোল করল!’

ভালদানোর সংযোজন, “ইংল্যান্ডের বিরুদ্ধে যখন ও গোলটা করেছিল তখন আমি অবাক হইনি। গোলের উচ্ছ্বাসের সময় কিছুটা সন্দেহ হয়েছিল। আমরা ওকে জড়িয়ে ধরার পরে একটা ইঙ্গিতও পেয়েছিল। তখনই ও বলেছিল, ‘দ্রুত কিক-অফ করো।’ আমিও ছুটে গিয়ে নির্দেশ পালন করি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement