গোল করে উচ্ছ্বসিত মনবীর সিংহ ফাইল চিত্র
১৫ মাস পর আন্তর্জাতিক মঞ্চে খেলতে নেমে ওমানের বিরুদ্ধে পিছিয়ে থেকে ১-১ গোলে ড্র করল সুনীলহীন ভারত। বৃহস্পতিবার ছয় ফুটবলারের অভিষেক ঘটে এই প্রীতি ম্যাচে। ২৮ মিনিটেই এগিয়ে যেতে পারত ওমান। স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন আব্দুল আজিজ আল মেকবালি। গোলরক্ষক অমরেন্দ্র সিংহের হাতে মারেন তিনি।
৪৩ মিনিটে গোল করেন জাহির আল আঘবাড়ি। বাঁদিক থেকে উঠে এসে চিঙ্গেলসানাকে টপকে গেলেও ঠিকমতো শট করতে পারেননি আঘবাড়ি। তবে চিংগালসানা ও অমরেন্দ্রর পায়ে লেগে বল গোলে ঢুকে যায়।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ভারত। বিপিন সিংহের ডানদিক থেকে করা ক্রসে হেডে গোল করে যান মনবীর সিংহ। ম্যাচের বয়স তখন ৫৬ মিনিট। এরপর বারবার আক্রমণ করেও গোলমুখ খুলতে পারেনি ওমান। আশুতোষ মেহেতা, আকাশ মিশ্র, চিংগালসানা সিংহ, বিপিন সিংহ, সুরেশ সিংহ সকলেই শুরু থেকে সুযোগ পান।