Diego Maradona

মারাদোনার মৃত্যুর সময় নিয়ে জটিলতা, ভুল সময় জানিয়েছিলেন স্বাস্থ্যসেবক?

৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মারাদোনা। তবে তাঁকে ইচ্ছাকৃত ভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০২১ ১৬:৫০
Share:

দিয়েগো মারাদোনা। —ফাইল চিত্র

স্বাস্থ্যসেবক রিকার্ডো আলমিরনের ওপর অভিযোগ ছিল দিয়েগো মারাদোনার মৃত্যুর সঠিক সময় না জানানোর ব্যাপারে। স্বাস্থ্যসেবকের দাবি, তাঁকে বলা হয়েছিল ঘুমের সময় মারাদোনাকে বিরক্ত না করতে। সেটাই পালন করেছিলেন তিনি।

Advertisement

রাতেরবেলা মারাদোনার দেখভালের দায়িত্ব থাকত আলমিরনের ওপর। মারাদোনাকে শেষ বেলায় জীবিত অবস্থায় দেখেছিলেন তিনি। তদন্তে উঠে এসেছে আলমিরন যখন মারাদোনাকে জীবিত অবস্থায় দেখেছিলেন বলে দাবি করেছেন, তার অনেক আগেই মারা গিয়েছিলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার। কিন্তু তিনি সময় মতো তা জানাননি।

৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মারাদোনা। তবে তাঁকে ইচ্ছাকৃত ভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই কাজে যুক্ত থাকা সাত জনের ওপর শুনানি শুরু হয়েছে। আলমিরনের দাবি, তিনি জানতেনই না হৃদরোগে আক্রান্ত ছিলেন মারাদোনা। আলমিরনের আইনজীবী ফ্র্যাঙ্কো শিয়ারেল্লি বলেন, “ওর সিনিয়ররা বলেছিল মারাদোনাকে বিরক্ত না করতে। আমার মক্কেল তা পালন করেছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement