মেসি সঙ্গে থাকলেও লাভ হয়নি মারাদোনার। ফাইল ছবি
২০১০ বিশ্বকাপটা মোটেও ভাল যায়নি আর্জেন্তিনার। কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ০-৪ গোলে হেরে বিদায় নেয় তারা। ওই বিশ্বকাপে আর্জেন্তিনার কোচ ছিলেন দিয়েগো মারাদোনা। হারের পর প্রবল সমালোচিত হয়েছিলেন তিনি। কিন্তু ওই হার ধাক্কা দিয়ে গিয়েছিল মারাদোনাকেও। সেই ঘটনার কথা জানিয়েছেন তৎকালীন দলের সদস্য মার্টিন ডেমিশেলিস।
বলেছেন, “২০১০-য়ে আমরা বিশ্বাসই করতে পারিনি যে ছিটকে যাব। দারুণ দল ছিল সে বার আমাদের। এক সঙ্গে ছিল দিয়েগো এবং লিয়ো (মেসি)। হেরে যাওয়ার পর দিয়েগো লকার রুমে বাচ্চা ছেলের মতো কাঁদছিল। খুব দুঃখ পেয়েছিলাম সেই দৃশ্য দেখে।”
যদিও ওই হারের পর আর্জেন্তিনার ফুটবল ফেডারেশন জানিয়েছিল, তারা মারাদোনার সঙ্গে চুক্তি বাড়াতে চায়। কিন্তু কিছু দিন পরেই আর কথা রাখেনি তারা। ২৭ জুলাই মারাদোনাকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দায়িত্ব দেওয়া হয় আলেসান্দ্রো সাবেয়াকে।