পটনাতেও ধোনির অ্যাকাডেমি

পটনা অ্যাকাডেমিতে ১৫০জন ক্রিকেটার প্রশিক্ষণ নিতে পারবেন। ট্রায়াল নেওয়ার পরেই ওই শিক্ষার্থীদের নেওয়া হবে। প্রশিক্ষণের খরচ এখনও ঠিক হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৮ ০৪:৫২
Share:

উদ্যোগ: ক্রিকেট শেখানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছেন ধোনি। ফাইল চিত্র

বিহারের রাজধানীতে নতুন প্রজন্মের ক্রিকেটার তৈরি করবেন মহেন্দ্র সিংহ ধোনি। শেখাবেন তাঁর নিজস্ব হেলিকপ্টার শট! পটনার পটেল নগরের উর্জা স্টেডিয়ামে আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে নিজের অষ্টম ক্রিকেট অ্যাকাডেমি খুলবেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

আইপিএল শেষ করে পটনায় নিজেই আসবেন ধোনি। দীর্ঘদিন ধরেই বিহারের নিজস্ব কোনও ক্রিকেট সংস্থা ছিল না। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তা পেয়েছে রাজ্য। এর পরেই রাজ্যের ক্রিকেটপ্রেমীদের কাছে ধোনির অ্যাকাডেমি নিয়ে রীতিমতো উৎসাহ তৈরি হয়েছে।

গত নভেম্বরে দুবাইতে প্রথম নিজের নামে ক্রিকেট অ্যাকাডেমি খোলেন ধোনি। তারপরে সিঙ্গাপুরে। একে একে দিল্লি, বারাণসী, বেরিলি, লখনউ এবং বোকারোতে তা ছড়িয়ে দেন তাঁর সতীর্থরা। ধোনির দলের অন্যতম সদস্য এবং পরিচালনকারী সংস্থার ম্যানেজার মিহির দিবাকর জানিয়েছেন, অ্যাকাডেমি তৈরির চুক্তি হয়ে গিয়েছে। আইপিএল শেষ হলে ধোনি পটনায় আসবেন।

Advertisement

আরও পড়ুন: টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন ১০টি ইনিংস

পটনা অ্যাকাডেমিতে ১৫০জন ক্রিকেটার প্রশিক্ষণ নিতে পারবেন। ট্রায়াল নেওয়ার পরেই ওই শিক্ষার্থীদের নেওয়া হবে। প্রশিক্ষণের খরচ এখনও ঠিক হয়নি। যাতে প্রতিভাসম্পন্ন সমাজের সমস্ত স্তরের ছেলেরা এখানে প্রশিক্ষণ নিতে পারে, সেটা মাথায় রাখা হবে। ধোনির এক বন্ধু জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কিছু করতে চান। সেই লক্ষ্যেই অ্যাকাডেমি খুলছেন। ঠিক ব্যবসায়িক স্বার্থ দেখতে এটা করছেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement