Sports News

রিয়েল এস্টেট বিতর্কে টুইটারে ট্রোল ভাজ্জি-ধোনি

প্রশ্ন উঠেছিল এই সব রিয়েল এস্টেট সংস্থাগুলোর থেকে এই দুই ক্রিকেটার সুসজ্জিত ভিলা উপহার পেয়েছেন। কিন্তু সেই গুজব সঙ্গে সঙ্গেই উড়িয়ে দেন হরভজন। তার বদলে অবশ্য তিনি এও জানান, তাঁদের মুখ ব্যবহার করে এরা টাকা রোজগার করেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৭ ২১:৫০
Share:

এক সময় রিয়েল এস্টেটের মুখ হয়ে বিজ্ঞাপনে দেখা যেত মহেন্দ্র সিংহ ধোনি, হরভজন সিংহদের মতো ক্রিকেট তারকাদের। এর পর দু’জনেই সরে এসেছেন সেই সব থেকে। ক্রিকেট স্বর্ণ যুগও অতীত হয়েছে। কিন্তু পিছু ছাড়েনি বিতর্ক। হঠাৎ করেই সেই বিতর্ক আবার জেগে উঠল টুইটারে। জবাব দিলেন হরভজন সিংহ। ধোনি এই সবে খুব একটা নাক গলান না। কিন্তু ছাড়ার পাত্র নন ভাজ্জি। তিনিও পাল্টা জবাব দিলেন। বুঝিয়ে দিলেন এই সব বিতর্কে তাঁদের কোনও ভূমিকা নেই। তাঁরা পেশাদার।

Advertisement

আরও পড়ুন

আরও এক মাইলস্টোনের সামনে বিরাট কোহালি

Advertisement

কিট নিয়ে সমস্যায় বিরাটরা

প্রশ্ন উঠেছিল এই সব রিয়েল এস্টেট সংস্থাগুলোর থেকে এই দুই ক্রিকেটার সুসজ্জিত ভিলা উপহার পেয়েছেন। কিন্তু সেই গুজব সঙ্গে সঙ্গেই উড়িয়ে দেন হরভজন। তার বদলে অবশ্য তিনি এও জানান, তাঁদের মুখ ব্যবহার করে এরা টাকা রোজগার করেছে। তাতে তাঁদের যে বিশেষ কোনও লাভ হয়েছে তেমনটা নয়। বরং উল্টে তাঁরা বোকা বনেছে। এর মধ্যেই এক রিয়েল এস্টেট সংস্থার মালিকের সঙ্গে ধোনির বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তুললে তিনি অবশ্য সেটা তাঁর বিষয় নয় বলে এড়িয়ে গিয়েছেন। সেটা বরং ধোনিকে জিজ্ঞেস করাটাই ভাল।

দেখুন কী বললেন ভাজ্জি ? (_) (_)

দেখুন কী বললেন ভাজ্জি ? (_) (_)

দেখুন কী বললেন ভাজ্জি ? (_) (_)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement