Delhi Violence

দিল্লিতে শান্তি চান রোহিত, সহবাগেরা

দিল্লিতে দাঙ্গার ফলে বেশ কয়েকটি স্থানে জারি হয়েছে ‘রেড অ্যালার্ট’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ০৭:২২
Share:

ছবি: সংগৃহীত।

উত্তর-পূর্ব দিল্লির সংঘর্ষ নিয়ে এ বার সরব হলেন ভারতীয় ক্রিকেটারেরা। বীরেন্দ্র সহবাগ, যুবরাজ সিংহ, রোহিত শর্মা টুইট করে আবেদন জানালেন, যা ঘটছে তা হৃদয়বিদারক। যত দ্রুত সম্ভব, ফিরিয়ে আনতে হবে শান্তি এবং সম্প্রীতি।

Advertisement

গত তিন দিনের সংঘর্ষে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। দুশোর উপরে আহত হয়ে হাসপাতালে ভর্তি। ভয়ঙ্কর এই পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ। তিনি টুইট করেছেন, ‘‘দিল্লিতে যা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সকলের কাছে আমার আবেদন, শান্ত থেকে দিল্লিতে আবার শান্তি ফিরিয়ে আনতে হবে। যে কোনও ধরনের আঘাত বা ক্ষতি এই মহান দেশের রাজধানীর মুখে কালিমা লেপন করে দিচ্ছে।’’

দিল্লিতে দাঙ্গার ফলে বেশ কয়েকটি স্থানে জারি হয়েছে ‘রেড অ্যালার্ট’। জফরাবাদ, মৌজপুর, বাবরপুর, যমুনা বিহার, ভজনপুর, চাঁদ বাগ, শিব বিহারের অবস্থা সঙ্কটজনক। প্রাক্তন তারকা যুবরাজ সিংহ যা দেখে টুইট করেন, ‘‘দিল্লিতে যা ঘটছে, তা হৃদয়বিদারক। সাধারণ মানুষের কাছে অনুরোধ, আপনারা অবিলম্বে দাঙ্গা বন্ধ করুন। শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনা হোক দিল্লিতে। আশা করি, প্রশাসন দ্রুত কোনও উপায় বার করবে এই পরিস্থিতি সামলানোর।’’ যুবরাজ আরও লেখেন, ‘‘দিনের শেষে প্রত্যেকেই মানুষ। একই সঙ্গে চলতে হবে প্রত্যেককে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement