হাঁটুর চোটের জন্যই আইএসএলে দিল্লি ডায়নামোসের হয়ে আপাতত অনিশ্চিত শুভাশিস রায়চৌধুরী। ব্রাজিল থেকে ফিরে আসার পরও তিনি ফিট হননি। কবে মাঠে ফিরবেন কেউ জানে না। তাই তাঁর বদলে দুই কিপার অভিজ্ঞ অভিজিৎ মণ্ডল এবং সঞ্জীবন ঘোষকে ট্রায়ালে ডাকলেন দিল্লির কোচ রবার্তো কার্লোস। আটলেটিকো কলকাতাকে চ্যাম্পিয়ন করার পর গত বছর আই লিগে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন শুভাশিস। সেই চোটের চিকিৎসার জন্য ব্রাজিলেও গিয়েছিলেন। কিন্তু তাঁর চোট সারেনি। রাতের খবর, শুভাশিসকে এখন ছেঁটে ফেলা হচ্ছে না। ফিট হওয়ার জন্য তাঁকে সময় দেওয়া হয়েছে।