BGT 2024-25

ভারতীয় ক্রিকেটারদের হাতে কালো ব্যান্ড, কেন টেস্টের দ্বিতীয় দিনে এমন আর্মব্যান্ড?

কেন হঠাৎ আর্মব্যান্ড রোহিত শর্মাদের হাতে? ম্যাচে প্রথম দিনের শেষে ৩১১ রান করেছিল অস্ট্রেলিয়া। ভারত নিয়েছিল ৬ উইকেট। তার মধ্যে তিনটি উইকেট ছিল যশপ্রীত বুমরার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ০৬:১০
Share:

যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় ক্রিকেটারদের কালো আর্মব্যান্ড পরতে দেখা গেল। কেন হঠাৎ আর্মব্যান্ড রোহিত শর্মাদের হাতে? বৃহস্পতিবার রাতে মারা গিয়েছেন মনমোহন সিংহ। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতেই কালো আর্মব্যান্ড পরেছে ভারতীয় ক্রিকেট দল।

Advertisement

২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন। বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁকে ভর্তি করানো হয় দিল্লি এমসে। রাত ৮টা নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের জরুরি বি‌ভাগে। রাতে হাসপাতালেই প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী। ২০২১ সালের এপ্রিল মাসে কোভিডে আক্রন্ত হন তিনি। হাসপাতালে ভর্তিও করানো হয়েছিল। তবে সেই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তার পর থেকে শরীর কমবেশি অসুস্থই ছিল তাঁর।

মনমোহন প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০০৭) এবং এক দিনের বিশ্বকাপ (২০১১) জিতেছিল। তিনি ক্রিকেটারদের সঙ্গে দেখা করে তাঁদের অভিনন্দন জানিয়েছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে তাই মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে কালো আর্মব্যান্ড পরলেন ভারতীয় ক্রিকেটারেরা।

Advertisement

ম্যাচে প্রথম দিনের শেষে ৩১১ রান করেছিল অস্ট্রেলিয়া। ভারত নিয়েছিল ৬ উইকেট। তার মধ্যে তিনটি উইকেট ছিল যশপ্রীত বুমরার। দ্বিতীয় দিনেও শুরু থেকে তিনি চাপ তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু বাকি বোলারেরা সে ভাবে নজর কাড়তে পারছেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement