Deepti Sharma

ক্ষুব্ধ সাক্ষী, নতুন অর্জুন দীপ্তি-অতনু

অর্জুন পাচ্ছেন অ্যাথলিট দ্যুতি চন্দ ও ফুটবলার সন্দেশ ঝিঙ্ঘনও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ অগস্ট ২০২০ ০৬:১৪
Share:

সম্মান: অর্জুন পুরস্কার পেলেন দীপ্তি শর্মা। ফাইল চিত্র

মনোনীত হয়েছিলেন চলতি সপ্তাহেই। শুক্রবার এ বারের অর্জুন পুরস্কার পেলেন বঙ্গসন্তান তিরন্দাজ অতনু দাস। মহিলাদের ক্রিকেটে অবদানের জন্য এই সম্মান পেলেন ভারতীয় দলের ক্রিকেটার দীপ্তি শর্মা। বাংলার হয়েই জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেন অলরাউন্ডার দীপ্তি। দ্রোণাচার্য সম্মান পাচ্ছেন বাংলার অন্যতম টেনিস-ব্যক্তিত্ব নরেশ কুমার।

Advertisement

এ বছর রাজীব গার্ধীঁ খেলরত্ন সম্মান দেওয়া হচ্ছে ক্রিকেটার রোহিত শর্মা, প্যারাঅ্যাথলিট মারিয়াপ্পান টি, টেবল টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা, কুস্তিগির বিনেশ ফোগত ও ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপালকে। অর্জুন পাচ্ছেন অ্যাথলিট দ্যুতি চন্দ ও ফুটবলার সন্দেশ ঝিঙ্ঘনও। এর আগে খেলরত্ন পুরস্কার পাওয়ায় অলিম্পিক্স থেকে পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক ও ভারত্তোলক মীরাবাঈ চানুর নাম বিবেচিত হয়নি অর্জুন পুরস্কারের জন্য। যা না পেয়ে হতাশ সাক্ষী সংবাদসংস্থাকে বলেছেন, ‍‘‍‘অর্জুন পুরস্কার পাওয়া আমার স্বপ্ন। তা না পাওয়ায় মানসিক ভাবে বিধ্বস্ত লাগছ।’’ উল্লেখ্য ২০১৬ সালে খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন সাক্ষী। ২৯ অগস্ট জাতীয় ক্রীড়াদিবসে পুরস্কার তুলে দেওয়া হবে ক্রীড়াবিদদের হাতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement