দীপিকা কুমারি। ফাইল ছবি
তিরন্দাজি বিশ্বকাপে থামার কোনও লক্ষণ নেই দীপিকা কুমারীর। রবিবার একই দিনে তিনি তিন-তিনটি সোনা জিতলেন। প্যারিসের তিরন্দাজি বিশ্বকাপ স্টেজ থ্রি-তে দীপিকার সাফল্য দেখে আশায় বুক বাঁধছেন সমর্থকরা।
আগেই মহিলাদের দলগত রিকার্ভে সোনা জিতেছিলেন। তারপরেই সঙ্গী তথা স্বামী অতনু দাসের সঙ্গে মিশ্র রিকার্ভে সোনা জেতেন। দিনের তৃতীয় সোনা এসেছে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে। রাশিয়ার এলিনা অসিপোভাকে ৬-০ পয়েন্টে উড়িয়ে দিয়েছেন তিনি।
মহিলা রিকার্ভ দলে দীপিকার সতীর্থ ছিলেন অঙ্কিতা ভকত এবং কোমলিকা বারি। বিশ্বকাপে এই দল যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু বিশ্বকাপে ফাইনালে রবিবার তাঁরা হারিয়ে দেন মেক্সিকোকে। ৫-১ ব্যবধানে হারানোর পথে একটি সেটও হারাননি তাঁরা। চলতি বছরে গুয়াতেমালা সিটিতে বিশ্বকাপে একই ইভেন্টে সোনা জিতেছিল এই জুটি। মোট ৬ বার সোনা জিতল মহিলা দল। প্রতিবারই দলে ছিলেন দীপিকা।
একমাত্র মহিলা তিরন্দাজ হিসেবে টোকিয়ো অলিম্পিক্সে অংশ নিতে চলেছেন দীপিকা। পুরুষ দল ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে। সেই দলে রয়েছেন অতনুও।