খারাপ পিচের অজুহাতে মাঠ ছেড়ে বিতর্কে ডালহৌসি

বিপজ্জনক ও আন্ডারপ্রিপেয়ার্ড উইকেট— এই অভিযোগ তুলে ম্যাচ না খেলেই ভবানীপুর মাঠ ছেড়ে বেরিয়ে গেল ডালহৌসি ক্লাব। শুক্রবার সিএবি প্রথম ডিভিশন লিগের এই ঘটনা নিয়ে সারা দিন তোলপাড় ময়দান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২৮
Share:

বিপজ্জনক ও আন্ডারপ্রিপেয়ার্ড উইকেট— এই অভিযোগ তুলে ম্যাচ না খেলেই ভবানীপুর মাঠ ছেড়ে বেরিয়ে গেল ডালহৌসি ক্লাব। শুক্রবার সিএবি প্রথম ডিভিশন লিগের এই ঘটনা নিয়ে সারা দিন তোলপাড় ময়দান।

Advertisement

ডালহৌসি ক্লাবের কোচ-কর্তারা বলছেন, তাঁদের ক্রিকেটারদের চোট-আঘাত থেকে বাঁচাতেই নাকি এই সিদ্ধান্ত। শুক্রবার সকালে ভবানীপুর মাঠে স্পোর্টিং ইউনিয়নের বিরুদ্ধে খেলতে এসে ডালহৌসির কোচ-কর্তারা প্রথমে জানান, উইকেটের গুড লেংথ স্পটে গর্ত হয়ে রয়েছে। খেলার অযোগ্য এই উইকেটে দল নামানো বিপজ্জনক। আম্পায়ার ও অবজার্ভাররা অনুরোধ করা সত্ত্বেও কোচ ও ক্লাবকর্তারা খেলতে চাননি। পাশের পিচে খেলতেও রাজি হননি তাঁরা। কোচ সুমন চক্রবর্তী বলেন, ‘‘ছেলেরা মারাত্মক চোট পাবে জেনেও কী করে এই পিচে খেলতে রাজি হই?’’ কোচ যোগ করছেন, ‘‘পিচের ছবি, ভিডিও তুলে রেখেছি। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে সেগুলো পাঠাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement