সরাসরি
IPL 2025 Auction

প্রাক্তন অধিনায়কের দিকে ফিরেও তাকাল না কেকেআর, কাড়াকাড়ি বাংলার আকাশ-মুকেশকে নিয়ে

প্রথম দিনের নিলামে ৭২ জন ক্রিকেটারকে বিভিন্ন দল নিয়েছে। তার মধ্যে ২৪ জন বিদেশি। সবেচেয়ে বেশি দাম পেয়েছিলেন ঋষভ পন্থ। দ্বিতীয় দিনের শুরুতে প্রথম ক্রিকেটার নিল কেকেআর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৫:২২
Share:

আইপিএলের নিলাম। ছবি: আইপিএল।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৬:৪৮ key status

আফগানিস্তানের গজনফরকে নিয়ে লড়াই

আফগানিস্তানের স্পিনার গজনফরকে নিয়ে কাড়াকাড়ি। কলকাতা চেষ্টা করছে তাঁকে নেওয়ার জন্য। লড়াইয়ে মুম্বই।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৬:৪০ key status

আকাশকে নিল লখনউ

৮ কোটি টাকায় বাংলার আকাশকে নিল লখনউ।

Advertisement
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৬:৩৮ key status

চাহারকে নিল মুম্বই

৯ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে দীপক চাহারকে তুলে নিল মুম্বই।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৬:৩৪ key status

দিল্লি তুলে নিল মুকেশকে

মুকেশকে ৮ কোটি টাকা দিয়ে তুলে নিল দিল্লি। চেন্নাই এবং পঞ্জাবের মধ্যে শুরুতে দর হাঁকাহাঁকি চলে। সাড়ে ৬ কোটি দাম ওঠার পর ছেড়ে দেয় চেন্নাই। পঞ্জাবের ক্রিকেটার হতে পারতেন মুকেশ। কিন্তু দিল্লি আরটিএম কার্ডের ব্যবহার করে ফিরিয়ে নিল তাঁকে।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৬:৩১ key status

বাংলার মুকেশকে নিয়ে লড়াই নিলামে

দিল্লি এবং পঞ্জাবের মধ্যে লড়াই চলছে বাংলার পেসারকে নিয়ে।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৬:২৭ key status

ভুবিকে নিল বেঙ্গালুরু

১০ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে ভুবনেশ্বরকে নিল বেঙ্গালুরু। লড়াই করছিল মুম্বই এবং লখনউ। দিনের শেষ হাসি বেঙ্গালুরুর। সোমবারের নিলামে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দাম পেলেন ভারতীয় পেসারই।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৬:২৫ key status

গুজরাতে কোয়েৎজ়ি

গুজরাত কিনে নিল দক্ষিণ আফ্রিকার পেসার কোয়েৎজ়িকে। 

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৬:২১ key status

রাজস্থানে তুষার

৬ কোটি ৫০ লক্ষ টাকায় ভারতীয় পেসার তুষার দেশপাণ্ডেকে নিল রাজস্থান। নেওয়ার চেষ্টা করেও পারল না চেন্নাই।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৬:১৬ key status

কার হাতে বাকি কত টাকা

দ্বিতীয় দিনের নিলামে ইতিমধ্যেই বেশ কিছু ক্রিকেটার বিক্রি হয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক কোন দলের হাতে কত টাকা রয়েছে। সব হিসাব টাকায়।

চেন্নাই - ১৩.২ কোটি

দিল্লি - ১১.৮ কোটি

গুজরাত - ১৪.৩ কোটি

কলকাতা - ৮.৫৫ কোটি

লখনউ - ১৪.৮৫ কোটি

মুম্বই - ২৫.১ কোটি 

পঞ্জাব - ১২.৯ কোটি

রাজস্থান - ১৩.১৫ কোটি

বেঙ্গালুরু - ২৪.৯ কোটি

হায়দরাবাদ - ৫.১৫ কোটি

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৬:০৯ key status

ইংলিস পঞ্জাবে

২ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে জস ইংলিসকে তুলে নিল পঞ্জাব। মুম্বই ইন্ডিয়ান্স নিয়েছে রায়ান রিকেলটনকে। ১ কোটি টাকা দিয়ে তাঁকে নিল মুম্বই।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৬:০৬ key status

অবিক্রিত হোপ, ভরত

দুই দেশের দুই উইকেটরক্ষককে কেউ নিল না। ওয়েস্ট ইন্ডিজ়ের শাই হোপ এবং ভারতের কেএস ভরতকে কেউ নিল না। অবিক্রিত অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারেও।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৬:০২ key status

রানাকে নিল না কেকেআর

রাজস্থান রয়্যালস তুলে নিল নীতীশ রানাকে। ২০২৩ সালে কেকেআর-কে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তাঁকে নিল না কেকেআর।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৫:৫৭ key status

ক্রুণাল বেঙ্গালুরুতে

বেঙ্গালুরু কিনে নিল ক্রুণালকে। ভারতীয় অলরাউন্ডারকে ৫ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে নিল তারা।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৫:৫৪ key status

দর হাঁকা চলছে ক্রুণালকে নিয়ে

দ্বিতীয়  দিনের নিলামে দর হাঁকাহাঁকি চলছে ক্রুণালকে নিয়ে। হার্দিকের দাদা অলরাউন্ডার। এর আগে লখনউ সুপার জায়ান্টসে খেলেছেন তিনি। এই বছর তাঁকে নেওয়ার জন্য দৌড়ে রাজস্থান এবং বেঙ্গালুরু।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৫:৫০ key status

পঞ্জাবে জানসেন

৭ কোটি টাকা দিয়ে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসারকে দলে নিল পঞ্জাব। ব্যাট হাতেও খারাপ নন জানসেন।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৫:৪৭ key status

বিক্রি হলেন স্যাম কারেন

আরও এক বার চেন্নাইয়ে ইংরেজ অলরাউন্ডার। তাঁকে ২ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কিনল ধোনির দল।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৫:৪২ key status

ওয়াশিংটনকে নিল গুজরাত

৩ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে দলে নিল গুজরাত টাইটান্স।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৫:৪১ key status

অবিক্রিত রইলেন বেশ কিছু নামী ক্রিকেটার

কোনও দল নিল না অজিঙ্ক রাহানে, মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ এবং শার্দূল ঠাকুরের মতো ক্রিকেটারকে।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৫:৩৮ key status

ডুপ্লেসিকে নিল দিল্লি

২ কোটি টাকায় দিল্লি নিল দক্ষিণ আফ্রিকার ওপেনার ফ্যাফ ডুপ্লেসিকে।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৫:৩৪ key status

পাওয়েলকে নিল কলকাতা

কলকাতা কিনল পাওয়েলকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement