IPL 2025 Auction

আইপিএল নিলাম শেষ, বিক্রি হলেন ১৮২ জন, খরচ হল ৬৩৯ কোটি ১৫ লক্ষ টাকা

প্রথম দিনের নিলামে ৭২ জন ক্রিকেটারকে বিভিন্ন দল নিয়েছে। তার মধ্যে ২৪ জন বিদেশি। সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন ঋষভ পন্থ। দ্বিতীয় দিনের শুরুতে প্রথম ক্রিকেটার নিল কেকেআর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৫:২২
Share:

আইপিএলের নিলাম। ছবি: আইপিএল।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ২১:৪৫ key status

নিলামের শেষ পর্বে ঝড় তুলল কেকেআর

পর পর ক্রিকেটার কিনল কেকেআর। অজিঙ্ক রাহানে, মইন আলি এবং উমরান মালিককে কিনে নিল কলকাতা। হাতে আর ৫ লক্ষ টাকা রয়েছে। ফলে কোনও ক্রিকেটার নেওয়া সম্ভব নয়। ২১ জন ক্রিকেটারকে নিল কেকেআর।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ২১:২৮ key status

লভনীতকে নিল কেকেআর

উইকেটরক্ষক লভনীত সিসোদিয়াকে নিল কলকাতা।

Advertisement
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ২১:২৬ key status

দেবদত্ত বেঙ্গালুরুতে

২ কোটি টাকায় দেবদত্ত পাড়িক্কলকে নিল বেঙ্গালুরু। প্রথমে অবিক্রিত ছিলেন তিনি।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ২০:৩৮ key status

কোটিপতি ১৩ বছরের বৈভব

বিহারের বৈভব সূর্যবংশীর বয়স মাত্র ১৩ বছর।  প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ফেলেছেন। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছেন। শতরানও করেছেন। এমন এক জন ব্যাটারকে ১ কোটি ১০ লক্ষ টাকায় নিল রাজস্থান রয়্যালস। এত কম বয়সে এর আগে কোনও ক্রিকেটার আইপিএলের দলে সুযোগ পাননি।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৯:২০ key status

রাজস্থান নিল ফারুকিকে

২ কোটি টাকা দিয়ে ফজলহক ফারুকিকে নিল রাজস্থান রয়্যালস।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৯:১৮ key status

স্যান্টনারকে নিল মুম্বই

২ কোটি টাকা দিয়ে মুম্বই নিল কিউয়ি স্পিনার মিচেল স্যান্টনারকে।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৮:৫৬ key status

কোন দলের হাতে রইল কত টাকা?

দল গোছানোর লড়াইয়ে কোন কোন দলের হাতে রয়েছে কত কোটি টাকা?

চেন্নাই - ৭.৫ কোটি

দিল্লি - ৩.৫ কোটি

গুজরাত - ৩.৯৫ কোটি

কলকাতা - ৫ কোটি

লখনউ - ৩.১০ কোটি

মুম্বই - ৫.৮ কোটি 

পঞ্জাব - ৮.২ কোটি

রাজস্থান - ৫.৮৫ কোটি

বেঙ্গালুরু - ৭.৫৫ কোটি

হায়দরাবাদ - ৩.৭৫ কোটি

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৮:৫১ key status

অবিক্রিত উমরান, মুস্তাফিজুর

৭৫ লক্ষ টাকা দাম ছিল উমরান মালিকের। কিন্তু কোনও দল তাঁকে নেয়নি। বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকেও কোনও দল নেয়নি। অবিক্রিত রইলেন তিনিও। দল পেলেন না নবীন উল হকও। আফগান পেসারকে কেউ নিল না। দল পাননি উমেশ যাদব, রিশাদ হোসেন, আন্দ্রে সিদ্ধার্থও।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৮:৪২ key status

কেকেআরে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার

২ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসরকে নিল কলকাতা। বাঁহাতি পেসার খেলবেন কেকেআরের হয়ে।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৮:৩৬ key status

২ কোটি পেলেন সাই কিশোর

গুজরাত রেখে দিল সাই কিশোরকে। আরটিএম কার্ডে ২ কোটি টাকা দিয়ে ফেরাল তারা।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৮:৩১ key status

জ্যাকসকে নিল মুম্বই

গত বছর বেঙ্গালুরুতে ছিলেন উইল জ্যাকস। তাঁকে এ বারে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ৫ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে নিল মুম্বই।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৮:২৬ key status

টিম ডেভিডকে নিল বেঙ্গালুরু

৩ কোটি টাকায় অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে তুলে নিল বেঙ্গালুরু। মিডল অর্ডারে খেলতে পারেন তিনি।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৮:২৩ key status

একই দলে আকাশ, শাহবাজ়

লখনউ কিনল শাহবাজ় আহমেদকে। ২ কোটি ৪০ লক্ষ টাকায় তাঁকে নিল লখনউ। বাংলার আকাশ দীপকেও নিয়েছে তারা। আইপিএলে একই দলে বাংলার দুই ক্রিকেটার।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৮:১৮ key status

মণীশ পাণ্ডে কেকেআরে

মণীশ পাণ্ডেকে কিনে নিল কেকেআর। ৭৫ লক্ষ টাকায় তাঁকে নিল কলকাতা।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৮:০৯ key status

দাম পেলেন গুরনুর

গুজরাত এক কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে নিল গুরনুর ব্রারকে। ৩০ লক্ষ টাকা দিয়ে মুকেশ চৌধরিকে নিল চেন্নাই।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৮:০৬ key status

গুজরাতে আরশাদ

গুজরাত ১ কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে তুলে নিল আরশাদ খানকে। দিল্লি নিল দর্শন নলকন্ডেকে। ৩০ লক্ষ টাকা পেলেন তিনি। স্বপ্নিল সিংহকে ৫০ লক্ষ দিয়ে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৭:৫৭ key status

কোটিপতি অংশুল

হরিয়ানার অলরাউন্ডার অংশুল কম্বোজকে কিনে নিল চেন্নাই। ৩ কোটি ৪০ লক্ষ টাকা দাম পেলেন তিনি।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৭:৫৬ key status

বিক্রি হলেন হিম্মতেরা

‘দ্রুত নিলাম’ শুরু হতেই শুভম দুবেকে রাজস্থান রয়্যালস নিল ৮০ লক্ষ টাকা দিয়ে। শেখ রশিদকে চেন্নাই নিল ৩০ লক্ষ টাকা দিয়ে। লখনউ একই দামে নিল হিম্মত সিংহকে। 

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৭:৫৪ key status

বেশ কিছু ভারতীয় ক্রিকেটার অবিক্রিত

‘দ্রুত নিলামে’ অবিক্রিত রইলেন স্বস্তিক চিকারা, মাধব কৌদিক, পোখরাজ মান, মায়াঙ্ক ডাগারের মতো ক্রিকেটার।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৭:৪৮ key status

‘দ্রুত নিলাম’ শুরু হল

১৪৩ জন ক্রিকেটারের নাম দিয়েছে ১০ দল। তাঁদের নিয়ে শুরু হল নিলাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement