আইপিএলের নিলাম। ছবি: আইপিএল।
পর পর ক্রিকেটার কিনল কেকেআর। অজিঙ্ক রাহানে, মইন আলি এবং উমরান মালিককে কিনে নিল কলকাতা। হাতে আর ৫ লক্ষ টাকা রয়েছে। ফলে কোনও ক্রিকেটার নেওয়া সম্ভব নয়। ২১ জন ক্রিকেটারকে নিল কেকেআর।
২ কোটি টাকায় দেবদত্ত পাড়িক্কলকে নিল বেঙ্গালুরু। প্রথমে অবিক্রিত ছিলেন তিনি।
বিহারের বৈভব সূর্যবংশীর বয়স মাত্র ১৩ বছর। প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ফেলেছেন। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছেন। শতরানও করেছেন। এমন এক জন ব্যাটারকে ১ কোটি ১০ লক্ষ টাকায় নিল রাজস্থান রয়্যালস। এত কম বয়সে এর আগে কোনও ক্রিকেটার আইপিএলের দলে সুযোগ পাননি।
২ কোটি টাকা দিয়ে ফজলহক ফারুকিকে নিল রাজস্থান রয়্যালস।
২ কোটি টাকা দিয়ে মুম্বই নিল কিউয়ি স্পিনার মিচেল স্যান্টনারকে।
দল গোছানোর লড়াইয়ে কোন কোন দলের হাতে রয়েছে কত কোটি টাকা?
চেন্নাই - ৭.৫ কোটি
দিল্লি - ৩.৫ কোটি
গুজরাত - ৩.৯৫ কোটি
কলকাতা - ৫ কোটি
লখনউ - ৩.১০ কোটি
মুম্বই - ৫.৮ কোটি
পঞ্জাব - ৮.২ কোটি
রাজস্থান - ৫.৮৫ কোটি
বেঙ্গালুরু - ৭.৫৫ কোটি
হায়দরাবাদ - ৩.৭৫ কোটি
৭৫ লক্ষ টাকা দাম ছিল উমরান মালিকের। কিন্তু কোনও দল তাঁকে নেয়নি। বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকেও কোনও দল নেয়নি। অবিক্রিত রইলেন তিনিও। দল পেলেন না নবীন উল হকও। আফগান পেসারকে কেউ নিল না। দল পাননি উমেশ যাদব, রিশাদ হোসেন, আন্দ্রে সিদ্ধার্থও।
২ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসরকে নিল কলকাতা। বাঁহাতি পেসার খেলবেন কেকেআরের হয়ে।
গুজরাত রেখে দিল সাই কিশোরকে। আরটিএম কার্ডে ২ কোটি টাকা দিয়ে ফেরাল তারা।
গত বছর বেঙ্গালুরুতে ছিলেন উইল জ্যাকস। তাঁকে এ বারে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ৫ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে নিল মুম্বই।
৩ কোটি টাকায় অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে তুলে নিল বেঙ্গালুরু। মিডল অর্ডারে খেলতে পারেন তিনি।
লখনউ কিনল শাহবাজ় আহমেদকে। ২ কোটি ৪০ লক্ষ টাকায় তাঁকে নিল লখনউ। বাংলার আকাশ দীপকেও নিয়েছে তারা। আইপিএলে একই দলে বাংলার দুই ক্রিকেটার।
মণীশ পাণ্ডেকে কিনে নিল কেকেআর। ৭৫ লক্ষ টাকায় তাঁকে নিল কলকাতা।
গুজরাত এক কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে নিল গুরনুর ব্রারকে। ৩০ লক্ষ টাকা দিয়ে মুকেশ চৌধরিকে নিল চেন্নাই।
গুজরাত ১ কোটি ৩০ লক্ষ টাকা দিয়ে তুলে নিল আরশাদ খানকে। দিল্লি নিল দর্শন নলকন্ডেকে। ৩০ লক্ষ টাকা পেলেন তিনি। স্বপ্নিল সিংহকে ৫০ লক্ষ দিয়ে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
হরিয়ানার অলরাউন্ডার অংশুল কম্বোজকে কিনে নিল চেন্নাই। ৩ কোটি ৪০ লক্ষ টাকা দাম পেলেন তিনি।
‘দ্রুত নিলাম’ শুরু হতেই শুভম দুবেকে রাজস্থান রয়্যালস নিল ৮০ লক্ষ টাকা দিয়ে। শেখ রশিদকে চেন্নাই নিল ৩০ লক্ষ টাকা দিয়ে। লখনউ একই দামে নিল হিম্মত সিংহকে।
‘দ্রুত নিলামে’ অবিক্রিত রইলেন স্বস্তিক চিকারা, মাধব কৌদিক, পোখরাজ মান, মায়াঙ্ক ডাগারের মতো ক্রিকেটার।