Cristiano Ronaldo

সিরি আ-তে প্রথম হ্যাটট্রিক করে অনন্য নজির রোনাল্ডোর

২০২০-র শুরুতে জুভেন্তাস ভক্তদের সেই আক্ষেপ মিটিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ ১৮:২৪
Share:

হ্যাটট্রিক করে উচ্ছ্বাসে ভাসছেন রোনাল্ডো। ছবি-এএফপি।

স্পেনের রিয়াল মাদ্রিদ থেকে ইতালির জুভেন্তাসে আসার পর প্রচুর গোল করলেও হ্যাটট্রিক করতে পারেননি। তা নিয়ে ভক্তরা বলছিলেন হ্যাটট্রিক কি স্পেনে রেখে এসেছেন? ২০২০-র শুরুতে জুভেন্তাস ভক্তদের সেই আক্ষেপ মিটিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কেরিয়ারের ৫৬তম হ্যাটট্রিক করলেন তিনি।

Advertisement

নতুন বছরে শুরুটা দুর্দান্তই হল রোনাল্ডোর। তুরিনের আলিয়াঞ্জ স্টে়ডিয়ামে ক্যাগলিয়ারিকে ৪-০ গোলে উড়িয়ে দিল জুভেন্তাস। সেই ম্যাচে হ্যাটট্রিক করলেন রোনাল্ডোর। সিরি আ-তে জুভেন্তাসের হয়ে এটাই তাঁর প্রথম হ্যাটট্রিক। এই হ্যাটট্রিকের জেরে বিরল এক রেকর্ডের অধিকারী হলেন পর্তুগিজ তারকা। তিনিই হলেন বিশ্বের একমাত্র ফুটবলার যিনি ইংল্যান্ড, ইতালি, স্পেনের সর্বোচ্চ লিগ ও বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন।

রোনাল্ডোর হ্যাটট্রিকে ভর করেই সিরি আ-তে লিগ-শীর্ষে চলে গেল জুভেন্তাস। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৯ মিনিটে প্রথম গোল করেন রোনাল্ডো। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান তিনি। জুভেন্তাসের হয়ে তৃতীয় গোলটি করেন গঞ্জালো হিগুয়েন। হিগুয়েনের গোলের রেশ কাটতে না কাটতেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ‘সিআর সেভেন’।

Advertisement

দেখুন রোনাল্ডোর করা গোলের ভিডিয়ো—

আরও পড়ুন: বার বার ব্যর্থ পন্থের পাশে এসে দাঁড়ালেন সৌরভ

আরও পড়ুন: পরিবার-প্রেমেই জীবনের সেরা সময় হিটম্যানের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement