Manchester United

Cristiano Ronaldo: তিন ম্যাচে চার গোল রোনাল্ডোর, পিছিয়ে পড়েও জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

ইউনাইটেডের জার্সিতে দ্বিতীয় পর্যায়ে নামার পর তিন ম্যাচে চার গোল করে ফেললেন সিআর সেভেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ২১:০৮
Share:

গোল করার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইটার

৩০ মিনিটে গোল খেয়ে ওয়েস্ট হ্যামের ঘরের মাঠে ডেভিড ময়েসের দলের বিরুদ্ধে পিছিয়ে পড়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। পিছিয়ে পড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে তাকিয়ে ছিলেন ইউনাইটেড সমর্থকরা। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাঁদের। পিছিয়ে পড়ার পাঁচ মিনিটের মধ্যেই গোল শোধ করে দেন রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার জেতে ২-১ ব্যবধানে।

Advertisement

ইউনাইটেডের জার্সিতে দ্বিতীয় পর্যায়ে নামার পর তিন ম্যাচে চার গোল করে ফেললেন সিআর সেভেন। গোল এল ব্রুনো ফার্নান্দেজ ও রোনাল্ডোর যুগলবন্দিতে। ব্রুনোর বাড়ানো চিপ না ধরেই ডান পা দিয়ে গোলের দিকে ফ্লিক করেন রোনাল্ডো। ওয়েস্ট হ্যাম গোলরক্ষক ফ্যাবিয়ানস্কি প্রথম বার বাঁচালেও ফিরতি বলে ছোট্ট টোকায় গোল করে যান সিআর সেভেন।

ব্রুনো বল পাস করার আগে পর্যন্তও রোনাল্ডো অফসাইডে দাঁড়িয়ে ছিলেন। তবে বল ছাড়ার মুহূর্তেই অন সাইডে দাঁড়িয়ে বল রিসিভ করেন। ভিডিয়ো রিপ্লে দেখে গোলের নির্দেশ দেন রেফারি।

Advertisement

গোলে ঢুকছে রোনাল্ডোর শট টুইটার

ম্যাচের একেবারে শেষ দিকে পরিবর্ত হিসেবে নামা জেসি লিনগার্ড গোল করে এগিয়ে দেন। সংযুক্তি সময়ে পেনাল্টি কিক পায় ওয়েস্টহ্যাম। সমতা ফেরাতে ব্যর্থ হন নোবেল। তাঁর পেনাল্টি শট বাঁ দিকে ঝাঁপিয়ে সেভ করেন দাভিড দা হিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement