ATK Mohun Bagan

AFC Cup: উইং আর সেটপিস ব্যবহার করেই নাসাফের ডানা ছাঁটতে চান হাবাস

নাসাফের উইং প্লে আটকাতে বড় ভূমিকা নিতে হবে শুভাশিস বসুকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:১৫
Share:

আন্তোনিয়ো লোপেজ হাবাস টুইটার

এফসি নাসাফের বিরুদ্ধে কাঁটা দিয়েই কাঁটা তোলার চেষ্টা করছেন এটিকে মোহনবাগান কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস। উজবেকিস্তানের চ্যাম্পিয়ন দল নাসাফ মূলত উইং বরাবর আক্রমণে উঠে আসে। সেই কারণে উইং প্লে ও সেটপিস অনুশীলন করাচ্ছেন হাবাস। দুবাইয়ে ছ’দিনের শিবির শেষে উজবেকিস্তান উড়ে গিয়েছে দল।

Advertisement

নাসাফের উইং প্লে আটকাতে বড় ভূমিকা নিতে হবে শুভাশিস বসুকে। গত মরসুমে সন্দেশ জিঙ্ঘনের সঙ্গে ভাল বোঝাপড়া তৈরি হয়েছিল শুভাশিসের। এ মরসুমে সন্দেশ দলে নেই। তবুও নাসাফের বিরুদ্ধে সমস্যা হবে না বলেই জানিয়ে দিলেন এটিকে মোহনবাগান সাইডব্যাক। তিনি বলেন, ‘‘সন্দেশ না থাকলেও আমাদের রক্ষণ মজবুত রয়েছে। কার্ল ম্যাকহিউ দারুণ ভাবে রক্ষণে নিজেকে মানিয়ে নিয়েছে। নাসাফের বিরুদ্ধে আমাদের পরিকল্পনা তৈরি রয়েছে। রক্ষণ সংগঠিত করেই আক্রমণে যাব আমরা।’’

ছ’দিনে বিভিন্ন পদ্ধতিতে অনুশীলন করেছে এটিকে মোহনবাগান। দুবাইয়ে অনুশীলন চলাকালীনই হাবাস ফুটবলাদের খুঁটিনাটি বুঝিয়ে দিয়েছেন। শুভাশিস বলেন, ‘‘নাসাফের শক্তি ও দুর্বলতা কোথায় সেটা হাবাস আমাদের বুঝিয়ে দিয়েছেন। আমরা ঠিক কে কতটা এগোব আর কোথায় কী ভাবে ওদের আক্রমণ রুখব সেটা কোচই ঠিক করে দেবেন।’’

Advertisement

শুভাশিস বসু ফাইল চিত্র

এর আগে এএফসি কাপে খেললেও সেমিফাইনালে খেলা হয়নি শুভাশিসের। তবে এবার চ্যাম্পিয়ন হয়ে নিজের স্বপ্নপূরণ করার ব্যাপারে আশাবাদী শুভাশিস। তিনি বলেন, ‘‘এএফসি কাপে চ্যাম্পিয়ন হওয়া আমার কাছে স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতে চাই। আমাদের দলে কাউকো, সুসাইরাজ ও প্রবীর দাস এসেছে। এতে আমাদের শক্তি আরও বেড়ে গিয়েছে। নাসাফের বিরুদ্ধে জিততে পারলে ফাইনালে আমাদের আটকানো কঠিন হবে।’’

দলগত সংহতি, শক্তিশালী রিজার্ভ বেঞ্চ আর গোল করার দক্ষতাই এটিকে মোহনবাগানকে আরও শক্তিশালী করেছে বলে মনে করেন শুভাশিস। তবে দলের দুর্বলতা খোঁজার দায়িত্ব বিপক্ষ দলকেই দিচ্ছেন তিনি। শুভাশিস বলেন, ‘‘দলগত শক্তি আমাদের সংহতি। গত বারের তুলনায় আমাদের দল অনেক বেশি শক্তিশালী। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, মনবীর সিংহের মত ফুটবলাররা দলে রয়েছে। যারা গোল করতে পারে। আমাদের রিজার্ভ বেঞ্চও যথেষ্ট শক্তিশালী। তবে আমাদের দুর্বলতা কোথায় সেটা এফসি নাসাফকেই খুঁজে বের করতে হবে। যেমন আমরাও ওদের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement