তাঁর থেকেও বড় প্রতিভা দাপিয়ে বেড়াচ্ছে ফুটবলবিশ্বে। কথাটা এর আগে কম শুনতে হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। এ বার শুনতে হচ্ছে তাঁর ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রকেও।
সিআর সেভেনের জনপ্রিয়তার রেশ ছড়িয়ে পড়েছে তাঁর ছেলের জীবনে। এখনও ফুটবলে হাতেখরি হয়নি ক্রিশ্চিয়ানো জুনিয়রের। কোনও ক্লাবের যুবদলে ঢোকা তো দূরের কথা, কোন পজিশনে খেলবে সিআর জুনিয়র সেটাই এখনও ঠিক করে উঠতে পারেনি পর্তুগিজ কিংবদন্তির ছেলে। কিন্তু তাতেও কটাক্ষ পিছু ছাড়ছে কোথায় ক্রিশ্চিয়ানো জুনিয়রের।
যেখানেই যায় শুনতে হয় তাঁর বাবার থেকেও এক জন ভাল ফুটবলার আছেন। মানে ইঙ্গিতটা লিওনেল মেসির দিকে। বাবাকে এসে সেটা বলতেও ভোলে না ছেলে। শেষে তিতিবিরক্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেটা স্বীকারই করে ফেললেন এক সাক্ষাৎকারে। রোনাল্ডো বলছেন, ‘‘এমন অনেক মানুষ আছে যারা আমার ছেলেকে দেখলে বলে তোমার বাবার থেকেও ভাল ফুটবলার আছে। তবে যে যাই বলুক আমার ছেলে জানে কী ভাবে এ সব পরিস্থিতি সামলাতে হয়। আমার ছেলে বুদ্ধিমান। আর আমিও ওকে বলেছি সব সময় বলি সবার সামনে বিনয়ী থাকবে।’’
রোনাল্ডো আগেও বহু বার দাবি করেছেন তাঁর জনপ্রিয়তা ও ব্যাঙ্ক ব্যালান্স দেখে তাঁকে অনেকেই হিংসা করেন। যে পাঠটা নিজের ছেলেকেও পড়িয়ে রেখেছেন তিনি। ‘‘ছেলেকে বলেছি কঠিন সময়ের মধ্যে দিয়ে তোমাকেও যেতে হবে। আমাকে অনেকেই হিংসে করে। কিন্তু ও অতশত ভাবে না। সব সময় খুশি থাকে।’’
নিজের ফুটবল কেরিয়ারে শ্রেষ্ঠত্বের চূড়োয় এখন রোনাল্ডো। চার বার ব্যালন ডি’অর পাওয়া হোক বা একটার পর একটা গোল-রেকর্ড ভাঙা। রোনাল্ডোর নামের পাশে অনায়াসে বসানো যায় সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের তকমা। পর্তুগিজ তারকার একান্ত ইচ্ছা তাঁর ছেলেও বাবার রাস্তায় হাঁটুক। ফুটবলার হোক। ‘‘আমি অবশ্যই চাই আমার ছেলে ফুটবলার হোক। জানি এটা একটা বড় চ্যালেঞ্জ।’’ কিন্তু রোনাল্ডোর নিজের ইচ্ছা ক্রিশ্চিয়ানো জুনিয়র বেছে নিক তাঁর ভবিষ্যৎ। ‘‘আমি কোনও চাপ দেব না ওর উপর। ওর যদি ফুটবলার না হওয়ার ইচ্ছা থাকে তা হলে কোনও অসুবিধা নেই,’’ বলছেন রিয়াল মাদ্রিদ আইকন।
তবে ফুটবলার হলে বাবার প্রথম পরামর্শই হবে ভুলেও গোলকিপার পজিশন না বাছতে। কারণ বাবা যেমন বিপক্ষ ডিফেন্সের রাতের ঘুম উড়িয়ে দেন, ছেলেও যেন সে রকমই একজন ফরোয়ার্ড হয়। সেটাই আশা সিআর সেভেনের। ‘‘ফুটবলার হলেও আমি ওকে বলব যাতে গোলকিপার না হয়। আমি চাই ফরোয়ার্ড হোক,’’ বলছেন রোনাল্ডো।
টানা দু’বছর বার্সেলোনা লা লিগা জেতার পর এ বার রিয়াল চ্যাম্পিয়নের ট্রফি ছিনিয়ে নিতে তৈরি। শীতের ছুটিতে লা লিগা বন্ধ হওয়ার আগে লিগ টেবলের শীর্ষে ছিল রিয়াল। বার্সার থেকে এক ম্যাচ কম খেলে তিন পয়েন্টে এগিয়ে গ্যালাকটিকোসরা। আগামী শনিবার আবার শুরু হচ্ছে লা লিগা। রোনাল্ডোর রিয়ালের সামনে গ্রানাদা।