Cristiano Ronaldo

Cristiano Ronaldo: প্রাক্তন ক্লাবের সমর্থকদের জন্য বার্তা দিলেন ম্যাঞ্চেস্টারের রোনাল্ডো

জুভেন্টাসের সতীর্থদের সঙ্গে শেষ বারের মতো দেখা করে এসেছিলেন শুক্রবার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২১ ০৯:৫৩
Share:

জুভেন্টাসের সমর্থকদের জন্য নেটমাধ্যমে বার্তা দিলেন রোনাল্ডো। —ফাইল চিত্র

ঘরে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুক্রবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জানিয়ে দেয় এই মরসুমে তাদের জার্সি গায়েই দেখা যাবে পর্তুগিজ তারকাকে। যাওয়ার আগে প্রাক্তন ক্লাব জুভেন্টাসের সমর্থকদের জন্য নেটমাধ্যমে বার্তা দিলেন রোনাল্ডো। কী লিখলেন তিনি?

জুভেন্টাসের সতীর্থদের সঙ্গে শেষ বারের মতো দেখা করে এসেছিলেন শুক্রবার। সমর্থকদের বিদায় জানানো বাকি ছিল। সেটা জানালেন নেটমাধ্যমে। রোনাল্ডো লেখেন, ‘ইটালির সব থেকে বড় এবং ইউরোপের অন্যতম বড় ক্লাব থেকে বিদায় নিলাম আজ। জুভেন্টাসের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম। জীবনের শেষ দিন অবধি ভালবাসা থাকবে তুরিন শহরের জন্য। জুভেন্টাসের সমর্থকরা আমাকে সব সময় সম্মান জানিয়েছে। সেই সম্মানের মর্যাদা দিতে প্রতিটি ম্যাচে, প্রতিটি মরসুমে, প্রতিটি প্রতিযোগিতায় আমি মাঠে লড়াই করেছি তাদের ক্লাবের হয়ে। অনেক কিছু অর্জন করেছি আমরা, হয়তো সব পারিনি। কিন্তু সুন্দর এক গল্প তৈরি করেছি আমরা। আমি সব সময় তোমাদের একজন হয়ে থাকব। আমার ইতিহাসের অংশ তোমরা। গর্বিত যে আমিও তোমাদের ইতিহাসের অংশ।’

Advertisement

পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেই ফিরলেন রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে কথা বললেও শেষ পর্যন্ত সেখানে সই করেননি তিনি। জুভেন্টাসে সই করেছিলেন ২০১৮ সালে। ১৩৪টি ম্যাচ খেলে করেছেন ১০১টি গোল। চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলেও দু’বার সেরি আ এবং এক বার কোপা ইটালিয়া জিতেছেন জুভেন্টাসের হয়ে। রোনাল্ডো লেখেন, ‘ইটালি, জুভেন্টাস, তুরিন, সমর্থকরা সব সময় আমার হৃদয়ে থেকে যাবে।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement