Cristiano Ronaldo

Cristiano Ronaldo: চড়, পেনাল্টি নষ্ট, জার্সি ছেঁড়া, জোড়া গোল, বিশ্বরেকর্ড, রোনাল্ডো প্যাকেজ অটুট

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ জুড়ে রইল রেকর্ড এবং নাটক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ১২:৪৪
Share:

একেক রূপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: রয়টার্স

বিপক্ষ ফুটবলারকে চড়, পেনাল্টি মিস, রেকর্ড, ম্যাচের রং পাল্টানো, হলুদ কার্ড। পর্তুগাল বনাম আয়ারল্যান্ড ম্যাচে একেক রূপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচ নাটকে পরিপূর্ণ।

শুরুতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পেনাল্টি মিস। প্রথমার্ধে পিছিয়ে যাওয়া। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রায় হারতে চলা ম্যাচের পট পরিবর্তন শেষ মুহূর্তে। জোড়া গোল রোনাল্ডোর। জিতল পর্তুগাল।

Advertisement

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ জুড়ে রইল রেকর্ড এবং নাটক। ৮৯ মিনিটে প্রথম গোল রোনাল্ডোর। পেনাল্টি মিসের যন্ত্রণা যেমন মেটালেন, সেই সঙ্গে গড়লেন আন্তর্জাতিক ম্যাচে সব চেয়ে বেশি গোলের রেকর্ড। রোনাল্ডো বলেন, “দারুণ খুশি। একটা গোল দরকার ছিল, দুটো করতে পেরেছি। সব চেয়ে খুশি দুটো গোল করে দলকে জেতাতে পেরেছি এবং রেকর্ড গড়তে পেরেছি।”

নিজের রেকর্ড নিয়ে আপ্লুত রোনাল্ডো। তিনি বলেন, “এই রেকর্ডটা আমার এবং এটা অনন্য। আমার কেরিয়ারে আরও একটা পালক যোগ হল। আমার খেলার ইচ্ছা এবং নিজেকে উদ্বুদ্ধ করার ক্ষমতার জন্যই এখনও খেলে যেতে পারছি। শেষ যে চুক্তি করলাম সেটার জন্যেও আমি খুব খুশি।”

Advertisement

নিজেদের উদ্বুদ্ধ করা প্রয়োজন বলে মনে করেন রোনাল্ডো। তিনি বলেন, “ছেলেমেয়েদের খুশি রাখার জন্য, ভক্তদের আনন্দ দেওয়ার জন্য, ভাল কাজ করার জন্য প্রতিদিন যদি আমরা নিজেদের উদ্বুদ্ধ করতে পারি, সেটাই দরকার।”

গ্রাফিক: শৌভিক দেবনাথ

১৮০টি ম্যাচে ১১১টি গোল করে ফেললেন রোনাল্ডো। রেকর্ড ভাঙা গোল করে উৎসব করতে গিয়ে জামা ছিঁড়ে ফেলেন রোনাল্ডো। হলুদ কার্ড দেখতে হয় তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement