Cristiano Ronaldo

রোনাল্ডো কৃতজ্ঞ সতীর্থদের কাছে

চলতি ইউরো ২০২০-এর প্রথম ম্যাচেই হাঙ্গেরির বিরুদ্ধে জোড়া গোল করে ভেঙে দিয়েছিলেন প্রাক্তন ফরাসি তারকা মিশেল প্লাতিনির কীর্তি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ০৭:১২
Share:

ফাইল চিত্র।

তাঁর জোড়া গোলেই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচ ড্র করে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে গতবারের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল।

Advertisement

কিন্তু তা নিয়ে বাড়তি উচ্ছ্বাস নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ঠিক যেমন দেশের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচে ১০৯ গোল করে ইরানের আলি দাইয়ের কীর্তি স্পর্শ করেও নির্লিপ্ত জুভেন্টাস তারকা। বুধবার ম্যাচের পরে ইনস্টাগ্রামে ম্যাচের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করে রোনাল্ডো লিখেছেন,‘‘নিজেদের প্রতি যতটা সম্ভব, ততটাই আস্থা ছিল আমাদের।’’ নিজের জোড়া গোলের উৎসবের ছবি দিয়ে লেখেন, ‍‘‍‘দলকে অভিনন্দন। নিঃশর্ত ভাবে আমাকে সাহায্য করার জন্য সতীর্থদের ধন্যবাদ।’’

চলতি ইউরো ২০২০-এর প্রথম ম্যাচেই হাঙ্গেরির বিরুদ্ধে জোড়া গোল করে ভেঙে দিয়েছিলেন প্রাক্তন ফরাসি তারকা মিশেল প্লাতিনির কীর্তি। ইউরোপীয় প্রতিযোগিতায় এই মুহূর্তে ১৪ গোল করে তিনি এগিয়ে রয়েছেন। পর্তুগিজ তারকার ফুটবল দেখে মুগ্ধ গ্যারি লিনেকার থেকে রিয়ো ফার্ডিনান্ডের মতো প্রাক্তন তারকারা। লিনেকার টুইটারে লিখেছেন, “‘দেশের জার্সিতে ১০৯ গোল করে আলি দাইকে ছুঁয়ে ফেলল রোনাল্ডো। স্টুডিয়োতে বিশেষজ্ঞ হিসেবে আমার সঙ্গে যে তিনজন রয়েছেন সেই ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, রিয়ো ফার্ডিনান্ড, অ্যালান শিয়ারার দেশের হয়ে যত ম্যাচ খেলেছে, রোনাল্ডোর গোল তার চেয়েও বেশি।’’

Advertisement

তবে চিন্তায় রয়েছেন পর্তুগাল দলের কোচ ফার্নান্দো স্যান্টোস। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে রয়েছে শেষ ষোলোর লড়াইয়ে, যেখানে প্রতিপক্ষ বেলজিয়াম। স্যান্টোস বলেছেন, “ম্যাচ হবে সেভিয়ায়। আবহাওয়ার জন্য কিছু সুবিধা হয়তো পাব, কিন্তু ফুটবলাররা কতটা তরতাজা থাকবে, সে সম্পর্কে নিশ্চিত নই।” তিনি আরও বলেন, ‘‘ছেলেদের তরতাজা হয়ে নামার জন্য একটু বিশ্রামের প্রয়োজন ছিল। তবে তা নিয়ে কোনও অজুহাত দেখাতে চাই না। বেলজিয়াম খুবই কঠিন প্রতিপক্ষ। দলীয় সংহতিতে ভরসা রেখে ওদের বিরুদ্ধে সেরা ফুটবল খেলতে হবে আমাদের।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement