Vaibhav Suryavanshi

এক কোটির ব্যাটার ১ রানে আউট, বৈভব মন দিতে চাইছে শুধু খেলাতেই

১৩ বছর বয়সে সে কোটিপতি হতেই চর্চায় বৈভব। নিলামের পর প্রথম খেলতে নেমেছিল শনিবার। সেটাও আবার পাকিস্তানের বিরুদ্ধে। ফলে নজর ছিল বৈভবের দিকে। কিন্তু ১ রানের বেশি করতে পারেনি সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৭:০১
Share:

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

আইপিএলের নিলামে বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লক্ষ টাকা দিয়ে কেনে রাজস্থান রয়্যালস। ১৩ বছর বয়সে সে কোটিপতি হতেই চর্চায় চলে আসে। নিলামের পর প্রথম খেলতে নেমেছিল শনিবার। সেটাও আবার পাকিস্তানের বিরুদ্ধে। ফলে নজর ছিল বৈভবের দিকে। কিন্তু ১ রানের বেশি করতে পারেনি সে।

Advertisement

দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চলছে। সেখানে ভারতীয় দলের হয়ে খেলতে নেমেছিল বৈভব। তার আগে সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সে বলে, “আমি নিজের খেলায় মন দিতে চাই। মাঠের বাইরে কী হচ্ছে তা নিয়ে মাথা ঘামাতে চাই না।” সেই সঙ্গে বৈভব জানিয়েছে, তার প্রিয় খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজ়ের ব্র্যায়ান লারা।

আইপিএলে এত কম বয়সে কোনও ক্রিকেটার নিলামে ওঠেনি। বিক্রি হওয়া তো দূর। যে কারণে ৩০ লক্ষ থেকে বৈভবের দাম ১ কোটি ১০ লক্ষতে পৌঁছতে অবাক হন অনেকেই। রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড়। ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো কোচকে পাবে বৈভব। তাতে তরুণ ক্রিকেটারের উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

বিহারের সমস্তিপুরে বাড়ি বৈভবের। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দ্রুততম শতরান করার নজির গড়েছে সে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৮ বলে শতরান করেছিল বৈভব। ১২ বছর বয়সে রঞ্জি খেলে সে। কোচবিহার ট্রফিতেও শতরান রয়েছে বৈভবের। ঝাড়খণ্ডের বিরুদ্ধে শতরান করেছিল সে।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ চলছে। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৫০ ওভারে ২৮১ রান তোলে। ওপেনিং জুটিতেই তারা ১৬০ রান তুলেছিল। ওপেনার উসমান খান ৬০ রান করে আউট হয়ে গেলেও অন্য ওপেনার শাহজেব খান ১৫৯ রান করেন। ভারতের হয়ে তিন উইকেট পেসার সমর্থ নাগরাজের। বাংলার যুধাজিত গুহ একটি উইকেট নিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement