বিরাট কোহলি। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। সোমবারই অস্ট্রেলিয়া চলে গিয়েছে ভারতীয় দলের একাংশ। সেই দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থেরা। তাঁরা অনুশীলন শুরু করে দিয়েছেন।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারেরা বার বার ব্যর্থ হয়েছেন। রান পাননি রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলের মতো সিনিয়রেরাও। অস্ট্রেলিয়া সফরে তাঁরা রান না পেলে দায়িত্ব বাড়বে পন্থদের। অনুশীলনেও নেমে পড়েছেন তাঁরা। ঘরের মাঠে শেষ পাঁচটি টেস্টে পন্থ একটি শতরান, একটি ৯৯ এবং দু’টি অর্ধশতরানের ইনিংস খেলেছেন। রান করেছেন যশস্বীও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় পরীক্ষার মুখে পড়তে চলেছেন তাঁরা। যশস্বীদের অনুশীলন করতে দেখা গেলেও দেখা যায়নি বিরাটকে। তিনিও অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন। সঙ্গে গিয়েছে তাঁর পরিবারও।
ঘরের মাঠে স্পিন সহায়ক পিচে খেলেছে ভারত। সেখান থেকে এসে পেস সহায়ক পিচে খেলতে নামবে তারা। কোনও প্রস্তুতি ম্যাচও খেলবে না। প্রথমে ঠিক ছিল ভারত এ দলের বিরুদ্ধে পার্থে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। কিন্তু পরে তা বাতিল করে দেওয়া হয়। তার বদলে নিজেদের মধ্যে নেটে অনুশীলন করবে ভারত। ম্যাকডোনাল্ড বলেন, “আমরা এমন পিচ তৈরি করছি যেখানে প্রচণ্ড গতি থাকবে। সঙ্গে বাউন্সও থাকবে। বল ভাল ভাবে উইকেটরক্ষকের হাতে পৌঁছবে।”