রোহিত শর্মা। —ফাইল চিত্র।
ভারতের মাটিতে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ় জিতেছিল নিউ জ়িল্যান্ড। তার পর ঘরের মাঠে প্রথম টেস্টেই হারতে হল টম লাথামদের। ইংল্যান্ডের কাছে নিউ জ়িল্যান্ডের হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পরিবর্তন হয়েছে। কতটা সুবিধা হল রোহিত শর্মাদের?
নিউ জ়িল্যান্ডের হারে ভারত সরাসরি প্রভাবিত না হলেও কিছুটা চাপমুক্ত হতে পারেন রোহিতেরা। টেস্ট বিশ্বকাপে ফাইনালে যাওয়ার লড়াইয়ে ভারত ছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউ জ়িল্যান্ড এবং শ্রীলঙ্কা। বলা যায়, হাড্ডাহাড্ডি লড়াই চলছে পাঁচ দলের মধ্যে।
নিউ জ়িল্যান্ড-ইংল্যান্ড প্রথম টেস্টের পর পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ১৫টি টেস্ট খেলার পর রোহিতদের জয় ন’টিতে এবং হার একটিতে। সম্ভাব্য সর্বোচ্চ ১৮০ পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ ১১০। শতাংশের হিসাবে ৬১.১১। শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা দক্ষিণ আফ্রিকাও জায়গা ধরে রেখেছে। ন’টি টেস্ট খেলে তাদের পাঁচটি জয়, একটি ড্র। সম্ভাব্য সর্বোচ্চ ১০৮ পয়েন্টের মধ্যে প্রোটিয়াদের সংগ্রহ ৬৪। শতাংশের হিসাবে ৫৯.২৬। টেস্ট বিশ্বকাপ ফাইনালে যাওয়ার দৌড়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ১৩টি টেস্ট খেলে আটটিতে জয় পেয়েছে, একটি ড্র করেছে। সম্ভাব্য সর্বোচ্চ ১৫৬ পয়েন্টের মধ্যে প্যাট কামিন্সদের সংগ্রহ ৯০। শতাংশের হিসাবে ৫৭.৬৯।
ইংল্যান্ডের কাছে হারলেও নিউ জ়িল্যান্ড অবশ্য পয়েন্ট তালিকায় চতুর্থ স্থান ধরে রেখেছে। তবে, ফাইনালে যাওয়ার দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছেন লাথামেরা। কিউয়িরা ১২টি টেস্ট খেলে জয় পেয়েছে ছ’টিতে। সম্ভাব্য সর্বোচ্চ ১৪৪ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ৭২। শতাংশের হিসাবে ৫০.০০। ক্রাইস্টচার্চ টেস্টে হারের আগে যা ছিল ৫৪.৫৪। অর্থাৎ, পয়েন্ট তালিকায় জায়গা ধরে রাখলেও পয়েন্ট শতাংশ কমে গিয়েছে তাদের। পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তারা ১০টি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে। সম্ভাব্য সর্বোচ্চ ১২০ পয়েন্টের মধ্যে তাদের সংগ্রহ ৬০। শতাংশের হিসাবে ৫০.০০।
নিউ জ়িল্যান্ডকে হারিয়েও টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার দৌড়ে এগোতে পারেনি ইংল্যান্ড। তারা রয়েছে ষষ্ঠ স্থানে। বেন স্টোকসেরা ২০টি টেস্ট খেলে ১০টি জিতেছেন, একটি ড্র করেছেন। সম্ভাব্য সর্বোচ্চ ২৪০ পয়েন্টের মধ্যে তাঁদের সংগ্রহ ১০৫। শতাংশের হিসাবে ৪৩.৭৫। সপ্তম স্থানে পাকিস্তান। তারা ১০টি ম্যাচ খেলে চারটি জিতেছে। সম্ভাব্য সর্বোচ্চ ১২০ পয়েন্টের মধ্যে পাকিস্তানের সংগ্রহ ৪০। শতাংশের হিসাবে ৩৩.৩৩।
পয়েন্ট তালিকায় শেষ দু’টি স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় এবং বাংলাদেশ। ক্যারিবিয়ানেরা ১০টি টেস্ট খেলে দু’টি জিতেছেন এবং দু’টি ড্র করেছেন। সম্ভাব্য সর্বোচ্চ ১২০ পয়েন্টের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ়ের সংগ্রহ ৩২। শতাংশের হিসাবে ২৬.৬৭। শেষ তথা নবম স্থানে রয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল ১১টি টেস্ট খেলে জয় পেয়েছে তিনটি ম্যাচে। সম্ভাব্য সর্বোচ্চ ১৩২ পয়েন্টের মধ্যে বাংলাদেশের সংগ্রহ ৩৩। শতাংশের হিসাবে ২৫.০০।