New Zealand vs England

রুটের ব্যাটে ভাঙল সচিনের রেকর্ড, টপকালেন কুক এবং স্মিথকেও, টেস্টে নজির ইংল্যান্ডেরও

ক্রাইস্টচার্চে নিউ জ়িল্যান্ড-ইংল্যান্ড প্রথম টেস্টে দু’টি রেকর্ড হল। একটি গড়লেন রুট। তিনি ভাঙলেন সচিনের রেকর্ড। দ্বিতীয় নজিরটি দল হিসাবে করল ইংল্যান্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১১:০৭
Share:

জো রুট। —ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জো রুট। এই ইনিংসেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের একটি রেকর্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে রুটই এখন চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহকারী। রান তাড়া করার ক্ষেত্রে টেস্টে নতুন নজির গড়ল ইংল্যান্ডও।

Advertisement

লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটের চতুর্থ ইনিংসে সচিন করেছিলেন ১৬২৫ রান। সেটাই এত দিন ছিল কোনও ক্রিকেটারের চতুর্থ ইনিংসে করা সর্বোচ্চ রান। রবিবার এই রেকর্ড হাতছাড়া হল সচিনের। তাঁকে টপকে গেলেন রুট। এ দিনের অপরাজিত ২৩ রানের ইনিংসের সুবাদে টেস্ট ক্রিকেটের চতুর্থ ইনিংসে রুটের রান হল ১৬৩০। নিজের ১৫০তম টেস্টে এই রেকর্ড গড়লেন তিনি। এ দিন তিনি ৪৯তম চতুর্থ ইনিংস খেলেন। টেস্টের শেষ ইনিংসে দু’টি শতরান এবং আটটি শতরান করার কৃতিত্বও রয়েছে রুটের। সচিনের রেকর্ড ভাঙার আগে রুট টপকেছেন অ্যালিস্টার কুক এবং গ্রেম স্মিথের চতুর্থ ইনিংসের রান। দু’জনেই ১৬১১ রান করেছিলেন টেস্টের চতুর্থ ইনিংসে। ইংল্যান্ডের জয়ের ক্ষেত্রে রুটের চতুর্থ ইনিংসের রান হল ৬২০। এ ক্ষেত্রে সচিনের ৭১৫ রান রয়েছে।

নিউ জ়িল্যান্ড-ইংল্যান্ড প্রথম টেস্টে আরও একটি রেকর্ড হয়েছে। ইংল্যান্ড দল হিসাবে সেই নজির গড়েছে। জয়ের জন্য প্রয়োজনীয় ১০৪ রান ১২.৪ ওভারে তুলে নিয়েছে। টেস্ট জয়ের ক্ষেত্রে ১০০ রান বা তার বেশি তাড়া করার ক্ষেত্রে এটাই দ্রুততম। ওভার প্রতি ৮.২১ রান তুলেছে ইংল্যান্ড।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement