কোহলির মতো বোলিং দেখা গেল মন্ধানার। যদি দল বিদায় নিয়েছে। — ফাইল চিত্র
প্রতিযোগিতার শুরুর আগে জানা গিয়েছিল দু’জনেরই জার্সি সংখ্যা এক। এ বার দেখা গেল, বল করার ধরনও এক। আরসিবি দলে বিরাট কোহলি এবং মহিলা দলের স্মৃতি মন্ধানার এই সাদৃশ্য অবাক করে দিয়েছে সমর্থকদের। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে বোলিং করেছেন স্মৃতি। সেখানেই কোহলির সঙ্গে তাঁর বোলিংয়ের মিল দেখা গিয়েছে।
মঙ্গলবার মুম্বইয়ের বিরুদ্ধে হেরে যাওয়ার আগেই অবশ্য বিদায় চূড়ান্ত হয়ে যায় আরসিবির। মুম্বই ইনিংসের ১৭তম ওভারে বল করতে আসেন স্মৃতি। প্রতিযোগিতায় সেটাই প্রথম বার হাত ঘোরানো তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি বল করতে দেখা যায় না তাঁকে। কিন্তু ডব্লিউপিএলের শেষ ম্যাচে বল করলেন তিনি। প্রথম তিনটি বলে ৯ রান হজম করেন।
তবে রান নয়, নজর কেড়ে নিয়েছে তাঁর বল করার স্টাইল। অনেক সমর্থকই একসঙ্গে কোহলি ও স্মৃতির বোলিংয়ের ভিডিয়ো তুলে ধরে বলে দেন, দু’জনের বোলিংয়েই সাদৃশ্য রয়েছে। একই কথা বলেছেন মন্ধানার স্বদেশি সতীর্থ হারলিন দেওলও। টুইট করেছেন, “মনে হচ্ছে দুই ১৮ নম্বর জার্সিধারীর বোলিং অ্যাকশনও একই রকম। কী বলো স্মৃতি..!!” ধারাভাষ্য দিতে থাকা প্রাক্তন ইংরেজ ক্রিকেটার হিদার নাইটেরও মত একই।