Mithali Raj

Anushka Sharma: রবিবার বিশ্বকাপে নামছেন মিতালিরা, তার আগে গোটা দলকে শুভেচ্ছা অনুষ্কা শর্মার

গত বার ফাইনালে হারার পর এ বার কাপ জেতাই লক্ষ্য মিতালি রাজের দলের। প্রথম ম্যাচের আগে মিতালিরা শুভেচ্ছা পেলেন অনুষ্কা শর্মার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২২ ২০:০১
Share:

মিতালিদের কী বললেন অনুষ্কা ফাইল ছবি

আগামী ৬ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে মহিলা বিশ্বকাপে অভিযান শুরু করছে ভারত। গত বার ফাইনালে হারার পর এ বার কাপ জেতাই লক্ষ্য মিতালি রাজের দলের। প্রথম ম্যাচের আগে মিতালিরা শুভেচ্ছা পেলেন অনুষ্কা শর্মার।

Advertisement

অভিনেত্রী তথা ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলীর স্ত্রী অনুষ্কা টুইটারে লিখেছেন, ‘জেতার প্রতিজ্ঞা নিয়ে, ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই বিশ্বকাপ আমাদের মেয়েরাই নিয়ে আসছে। মহিলা বিশ্বকাপের আগে ভারতীয় দলকে অনেক শুভেচ্ছা।’ কোহলী-সহ ভারতীয় দলের একাধিক ক্রিকেটারও মহিলা দলের উদ্দেশে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় দলের সদস্য ঝুলন গোস্বামীর জীবনীচিত্র ‘চাকদহ এক্সপ্রেস’-এ নামভূমিকায় অভিনয় করেছেন অনুষ্কা। সিনেমা মুক্তি পাওয়ার পর তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে। শুধু তাই নয়, অধিনায়ক মিতালি রাজকে নিয়েও সিনেমা ‘সাবাশ মিঠু’ মুক্তি পেয়েছে। সেখানে মিতালির ভূমিকায় অভিনয় করেছেন তাপসী পন্নু।

Advertisement

সম্প্রতি মহিলা ক্রিকেট নিয়ে উৎসাহ গোটা বিশ্বেই বাড়ছে। বিশ্বকাপের পুরস্কারমূল্যও আগের থেকে বাড়ানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement