Women's World Cup

সেপ্টেম্বরে হতে পারে মহিলাদের বিশ্বকাপ, উদ্বোধন হবে কোথায়? দলীপ ফিরছে পুরনো রূপেই

এ বছর ভারতের মাটিতে হবে মহিলাদের বিশ্বকাপ। সম্ভাব্য সময় জানা গেল ভারতীয় বোর্ডের তরফে। আগামী সেপ্টেম্বরে শুরু হতে পারে প্রতিযোগিতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৯:৫৭
Share:
cricket

মহিলাদের বিশ্বকাপ ট্রফি। — ফাইল চিত্র।

এ বছর ভারতের মাটিতে শুধু এশিয়া কাপই নয়, হবে মহিলাদের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার সম্ভাব্য সময় জানা গেল ভারতীয় বোর্ডের তরফে। আগামী সেপ্টেম্বরে শুরু হতে পারে প্রতিযোগিতা। সব ঠিকঠাক থাকলে বিশাখাপত্তনমে উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচ হবে। প্রতিযোগিতার আয়োজক আইসিসি কিছু দিনের মধ্যেই জানিয়ে দেবে সূচি।

Advertisement

জানা গিয়েছে, বিশাখাপত্তনমের পাশাপাশি পঞ্জাবের মুল্লানপুর, মধ্যপ্রদেশের ইনদউর, কেরলের তিরুঅনন্তপুরম এবং অসমের গুয়াহাটিতে। শনিবার কলকাতায় বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল। সেখানেই পাঁচটি মাঠে খেলা হওয়ার বিষয়টি ঠিক হয়েছে। মাথায় রাখা হয়েছে আবহাওয়া এবং যাতায়াতের কথা।

পাকিস্তান যদি প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করতে পারে, তা হলে তারা নিজেদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কোনও মাঠে। ভারত-পাকিস্তান ম্যাচও শ্রীলঙ্কায় হবে। বাকি সব ক’টি দেশই খেলবে ভারতে। ৯-১৯ এপ্রিল বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ হবে পাকিস্তানে। ছ’টি দেশের মধ্যে সবার উপরে থাকা দু’টি দেশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। ছ’টি দেশ আগেই যোগ্যতা অর্জন করেছে।

Advertisement

এ দিকে, দলীপ ট্রফি আবার ফিরছে পুরনো ফরম্যাটে। আঞ্চলিক ফরম্যাটে খেলা হবে পরের মরসুমে। গত বার চারটি দল গড়ে খেলা হয়েছিল। দলীপ ট্রফি দিয়েই শুরু হবে পরের মরসুম।

আরও ঠিক হয়েছে, এ বার থেকে ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেটে প্রতি ম্যাচে স্কোরারদের ১৫ হাজার টাকা করে দেবে রাজ্য সংস্থাগুলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement